- বিনোদন
- পরীমণির মুক্তি চেয়ে বিক্ষুব্ধ নাগরিকজনের মানববন্ধন
পরীমণির মুক্তি চেয়ে বিক্ষুব্ধ নাগরিকজনের মানববন্ধন
পরীমণির মুক্তির দাবিতে মানববন্ধনপরীমণির মুক্তির দাবিতে মানববন্ধন
Posted by Samakal on Saturday, August 14, 2021
চিত্রনায়িকা পরীমণির মুক্তির দাবিতে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’-এর ব্যানারে মানববন্ধন হয়েছে। শনিবার বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
মাদক মামলায় গ্রেপ্তার নায়িকা পরীমণির মুক্তির দাবি নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভায় হাজির ছিলেন নানা পেশার মানুষ।
সমাবেশে বক্তারা বলেন, ‘‘সামান্য মাদক মামলায় একজন মানুষকে জামিন না দিয়ে দুইবার রিমান্ডে নেওয়া হয়েছে, যা অযৌক্তিক। আমরা অতীতে দেখেছি মাদক মামলায় অনেকের জামিন হয়েছে। তাহলে কেন বারবার পরীমণির জামিন আবদেন নামঞ্জুর করে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে?’
বক্তারা আরও বলেন, ‘পরীমণি একজন শিল্পী, তার হেনস্তা মেনে নেওয়া যায় না। আমরা সরকারবিরোধী কোনো কথা বলছি না। আমরা সরকারকে অনুরোধ করি, আমাদের পরিমণিকে ফিরিয়ে দিন। আমরা তাকে আবারও শুটিং সেটে দেখতে চাই।’
দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে বর্তমানে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
মন্তব্য করুন