- বিনোদন
- বিয়ের পিঁড়িতে বসলেন তনুশ্রী?
বিয়ের পিঁড়িতে বসলেন তনুশ্রী?

তনুশ্রী
কপালে সাজানো চন্দন। তার মাঝে লাল টুকটুকে টিপ। সিঁথি ভর্তি সিঁদুর। শরীরে জড়িয়ে ঘিয়ে রঙা শাড়ি। গয়না ভর্তি হাত দু’টিও রাঙানো লাল রঙে । সম্প্রতি কনের সাজে এমনই একটি ছবি পোস্ট করেছেন টালিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী । এতেই প্রশ্ন উঠেছে, রাজনীতি ছাড়ার পরই বিয়ে করছেন অভিনেত্রী?
তনুশ্রীর বিয়ের প্রসঙ্গ তুলেছেন টালিউডের আরেক অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীও। তনুশ্রীর ছবির কমেন্ট বক্সে তিনিই লিখেছেন, বিয়েটা কবে? মিমির প্রশ্নের উত্তরে তনুশ্রী আবার হাসিতে ফেটে পড়ার ইমোজি ব্যবহার করে লিখেছেন, তোর বিয়ের একদিন আগেই।
ছবিটি দেখে ধারণা করা হচ্ছে, কোনও জুয়েলারি সংস্থার জন্য বধূবেশে এই ফটোশুট করেছেন তনুশ্রী। ছবিটি তুলেছেন প্রিয়ম বক্সী। অভিনেত্রীর স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন রুদ্র সাহা।
৮ মার্চ দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তনুশ্রী চক্রবর্তী। রাজনীতিতে যোগ দিয়ে ‘নতুন জন্ম হল আমার’ বলে মন্তব্য করেছিলেন অভিনেত্রী। এর কিছুদিন পরই তাকে শ্যামপুরের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বিপরীতে ছিলেন তৃণমূল প্রার্থী কালীপদ মণ্ডল। প্রচারে কোনও কমতি রাখেননি তনুশ্রী। কিন্তু শেষ পর্যন্ত রাজনীতির মাঠে পরাজিত হন তনুশ্রী।
এরপর জুলাই মাসের ৮ তারিখ তার রাজনীতি ছাড়ার খবর প্রকাশ্যে আসে। যেকোনও রকম রাজনীতি থেকে দূরে থেকে অভিনয়ে মনোনিবেশ করতে চান বলেই জানান টালিউডের অভিনেত্রী। কনের বেশে তার নতুন এই ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। কেউ কেউ মন্তব্য করেছেন, বিয়ের এই খবর সত্যি হলে তারা খুশিই হতেন।
মন্তব্য করুন