- বিনোদন
- 'জলরঙ' এর নায়ক সাইমন, জেলেপল্লীতে হবে শুটিং
'জলরঙ' এর নায়ক সাইমন, জেলেপল্লীতে হবে শুটিং

চিত্রনায়ক সাইমন সাদিক
সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা 'জলরঙ' এর জন্য নায়ক হিসেবে চূড়ান্ত করা হয়েছে চিত্রনায়িক সাইমন সাদিককে। সোমবার সমকালকে ছবিটির নায়ক চূড়ান্ত করার বিষয়টি জানিয়েছেন ছবিটির পরিচালক অপূর্ব রানা।
মি. রানা বলেন, 'ছবিটির নায়ক হিসেবে সাইমনের নামেই অনুদানের জন্য জমা দেওয়া ছিলো। তাই ছবিটিতে সেই থাকছেন। তবে সাইমনের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত করা হয়নি। শিগগিরই সেটাও চূড়ান্ত করা হবে।'
এদিকে সম্প্রতি করোনাভাইস থেকে মুক্ত হয়েছেন সাইমন সাদিক। সেরে উঠার পর শারীরিক কিছু সমস্যার কারণে বাসা থেকে বের হচ্ছেন না তিনি। তবে 'জললঙ' নিয়ে পরিচালক অপূর্ব রানার সঙ্গে নিয়মিতই ফোনে কথা হয় বলে জানান তিনি।
সাইমন সাদিক বলেন, 'অপূর্ব রানা ভাইয়ের সঙ্গে অনেক মধুর সম্পর্ক আমার। তার সিনেমাটিতে মৌখিকভাবে চূড়ান্ত আমি। অবশ্য রানা ভাইয়ের ছবিতে মৌখিক চূড়ান্ত মানেই যথেষ্ট আমার কাছে। দুএকদিনের মধ্যে বাসা থেকে বের হয়ে আনুষ্ঠানিক চুক্তি করবো।'
এর আগে অপূর্ব রানা ‘টর্চার’, ‘গোপন শত্রু’, ‘পুড়ে যায় মন’,‘জীবনে তুমি মরনেও তুমি’, ‘পালাবার পথ নেই’ ইত্যাদি সিনেমাগুলো পরিচালনা করেছেন। এবার নামছেন জলরঙ মিশন নিয়ে।
নির্মাতা জানান, আমার সিনেমার শুটিং হবে কোয়াকাটা আর সেন্টমার্টিনের জেলে পল্লীতে। তবে ছবির শুটিংয়ের শুরুর দৃশ্যায়ন হবে কিশোরগঞ্জের অস্টগ্রামে হতে পারে। এ ছাড়াও নিকলীর বিভিন্ন লোকেশনে শুটিং হতে পারে।'
আপাতত কিছু দিনের মধ্যে শুটিং শুরু হলেও ছবিটির মূল দৃশ্যায়ণ শীতের সময় হবে বলে জানান পরিচালক।
নির্মাতা জানান, ‘জলরঙ’ সিনেমায় শহিদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবুসহ অনেকে অভিনয় করবেন।
মন্তব্য করুন