‘দেশের আশি ভাগ মানুষ জানে পরীমণিকে হয়রানি করছে। এটা তো আমার কথা না। দেশের আশি ভাগ লোকের কথা। সবারই একই কথা। অযথা হয়রানি। ষড়যন্ত্র করে তাকে হেনস্তা করছে এটা সবাই বলছে।' চিত্রনায়িকা পরীমণির জামিন না হওয়ায় আক্ষেপ করে কথাগুলো গণমাধ্যমকে বলেন তার নানা শামসুল হক।

এদিকে মাদক মামলায় তৃতীয় দফায় রিমান্ড শেষে রোববার নায়িকাকে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

পরীমণির জামিন না হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন নানা। তিনি বলেন, পরীর তো আমি ছাড়া কেউ নেই। ওকে কেনো এভাবে হেনস্তা করা হবে? আমার নাতনি উপার্জন করেছেন, কিন্তু সবটাই ব্যয় করেছেন জনহিতকর কাজে। প্রতিবছর এফডিসিতে দুস্থ শিল্পীদের জন্য কোরবানি দেয় সে। অনাথাশ্রমে জন্মদিন পালন করে। নিজের ঘরবাড়ি নেই। থাকে ভাড়া বাসায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে তিনি বলেন, তারা তাদের মতো কাজ করে যাচ্ছে। আইনজীবীর সঙ্গে পরীমনিকে কথা বলতে দেওয়া হয়নি। এতে তার অধিকার ক্ষুণ্ন হয়েছে।