- বিনোদন
- বিয়ে করছেন শ্রদ্ধা?
বিয়ে করছেন শ্রদ্ধা?

অনেক দিন ধরেই ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রেমের গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, খুব শিগগিরই তারা বিয়ে করতে চলেছেন।
গত মার্চ মাসে শ্রদ্ধার মাসতুতো ভাই প্রিয়াঙ্কা শর্মার বিয়েতে রোহন-শ্রদ্ধাকে একসঙ্গে দেখা যায়। তার পরে শ্রদ্ধার জন্মদিন উদযাপন করতেও দু’জনে পাড়ি দেন মালদ্বীপে। তবে সেখান থেকে শুধু নিজের ছবিই পোস্ট করেছিলেন শ্রদ্ধা।
তবে রোহনের সঙ্গে বিয়ের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি শ্রদ্ধা। এতদিন ঘনিষ্ঠ বন্ধুমহলে দু’জনকে একত্রে দেখা গেলেও তাদেরকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। কিন্তু কয়েকদিন আগে শ্রদ্ধা আর রোহনের ফোনালাপের ছবি প্রকাশ্যে আসে। এতে দুজনের সম্পর্কের গভীরতা স্পষ্ট হয়। এদিকে, শ্রদ্ধা-রোহনের সম্পর্ক নিয়ে দুই পরিবারেরও কোনো আপত্তি নেই বলে জানা গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রদ্ধার বাবা বলিউড অভিনেতা শক্তি কাপুর বলেন, রোহনের বাবাকে বহু বছর ধরে চিনি। রোহন মাঝেমধ্যেই আমাদের বাড়িতে আসে। এখনও পর্যন্ত আমার কাছে মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়নি। এখনকার ছেলেমেয়েরা তো নিজেরাই নিজেদের জীবনের সিদ্ধান্ত নেয়। যদি শ্রদ্ধা বলে যে সে জীবনসঙ্গী নির্বাচন করে নিয়েছে, আমি রাজি হয়ে যাব।
অন্য দিকে রোহনের বাবাও জানিয়েছেন ছেলে যদি শ্রদ্ধাকে বিয়ে করার কথা বলে, তিনিও খুশী মনে গ্রহণ করবেন। পরিবারের সম্মতি পেলেও এ বিষয়ে এখন পর্যন্ত মন্তব্য করেননি রোহন-শ্রদ্ধা জুটি।
মন্তব্য করুন