- বিনোদন
- জন্মদিনে ইমরানের উপহার, সঙ্গী কেয়া পায়েল
জন্মদিনে ইমরানের উপহার, সঙ্গী কেয়া পায়েল

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের জন্মদিন আগামী ৫ সেপ্টেম্বর। দিনটিতে শ্রোতা দর্শকদের বিশেষ উপহার দিচ্ছেন তিনি। থাকছে ভিডিও চমকও।
সিএমভির ব্যানারে এদিন তিনি প্রকাশ করবেন নতুন গানচিত্র ‘পরাণ বন্ধুরে’। এটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই।
এতে মডেল হিসেবেও দেখা যাবে ইমরানকে। তার বিপরীতে রয়েছেন মডেল-অভিনেত্রী কেয়া পায়েল। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।
ইমরান বলেন, ‘আমার জন্মদিন উপলক্ষে গানটি করেছি। যারা আমার গান পছন্দ করেন, ভালোবেসে বরাবরই ধন্য করেন- তাদের জন্য এটি আমার বিশেষ উপহার। আমার জন্য সবাই দোয়া করবেন।’
ইমরান আরও জানান, এই গানটি একটু আলাদা ঢংয়ে তৈরি করেছেন। যা তার অন্য গানগুলো থেকে আলাদা। এটি তার ভক্ত-শ্রোতারা পছন্দ করবেন বলেও আশাবাদ তার।
সিএমভি জানায়, ৫ সেপ্টম্বর গানচিত্রটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।
মন্তব্য করুন