- বিনোদন
- মা হারালেন অক্ষয়
মা হারালেন অক্ষয়

মায়ের সঙ্গে অক্ষয় কুমার
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া মারা গেছেন। বুধববার সকালে মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অরুণা ভাটিয়াকে কয়েকদিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। খবর আনন্দবাজারের
সকালে নেটমাধ্যমে মায়ের মৃত্যু সংবাদ জানিয়েছেন অভিনেতা নিজেই। ফেসবুকে লিখেছেন, 'আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া আজ সকালে আমাদের ছেড়ে গিয়েছেন। মা আমার অস্তিত্বের শিকড় ছিলেন। এই বেদনা আমি সহ্য করতে পারছি না। আপনাদের প্রার্থনা আমার পাথেয়'।
সোমবার মাকে দেখতে লন্ডন থেকে শুটিং ছেড়ে ভারতে ফেরেন অক্ষয়। নেট মাধ্যমে অভিনেতা লিখেছিলেন, 'খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনাদের প্রত্যেকের প্রার্থনা আমার এবং আমার পরিবারের কাছে গুরুত্বপূর্ণ।’
লন্ডনে ‘মিশন সিন্ডারেলা’ ছবির শুটিং করছিলেন অক্ষয়। মায়ের অসুস্থতার খবর পেয়ে শুটিং ছেড়ে মুম্বাইয়ে ফিরে আসেন তিনি।
এর আগে অক্ষয়ের ভক্তরা তার মায়ের সুস্থতা কামনা করে নেটমাধ্যমে অভিনেতাকে বার্তা দিয়েছিলেন। অক্ষয় দেশে ফিরে তার জবাবে লেখেন, ‘আমার মায়ের জন্য আপনাদের উদ্বেগ আর শুভকামনা পেয়ে আমি ধন্য। এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের প্রার্থনা আমার কাছে জরুরি।’
দিন কয়েক আগেই ‘মাদারস ডে’ উপলক্ষে ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। মাকে জড়িয়ে ধরে তোলা ওই ছবিতে ক্যাপশনে অক্ষয় লিখেছিলেন ‘মায়ের মতো আর কেউ নেই।’
মন্তব্য করুন