নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের 'গুনিন' নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের কথা ছিলো চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। সম্প্রতি তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়। তবে বুধবার জানালেন ছবিটি করছেন না তিনি।  

কেন সিনেমাটি থেকে সরে দাঁড়ালেন তার কারণও সম্পর্কে ফারিয়া বলেন, সিডিউলজনিত একটা কারণে এই সিনেমা থেকে সরে দাঁড়াতে হলো। আসলে সময়টা মিলছে না। ওনাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করতে হবে। এই সিনেমাটি না করতে পারাটা দুর্ভাগ্যজনক বিষয়।

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের 'গুনিন' ছোটগল্প অবলম্বনে এই চলচ্চিত্র বানানো হবে। এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। এর আগে ফারিয়া ছাড়াও এই চলচ্চিত্রের অভিনয়শিল্পী হিসেবে চুক্তিবদ্ধ হন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম, এবং 'নেটওয়ার্কের বাইরে'খ্যাত অভিনেতা শরীফুল রাজ।

এদিকে, আজ নুসরাত ফারিয়ার জন্মদিন। বাসাতেই পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে জানিয়েছেন। এছাড়া তার একটি বিজ্ঞাপনের শুটিং চলমান রয়েছে। যেখান ফারিয়ার সহশিল্পী হিসেবে পেয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে।