তার প্রকৃত নাম আলিয়া আদভানি, যদিও তাকে সবাই কিয়ারা আদভানি নামেই চেনেন। দর্শকদের কাছে তিনি 'কবির সিং' ছবির নায়িকা হিসেবেও পরিচিত। ছবিটিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এরপর একে একে উপহার দিচ্ছেন দারুণ সব ছবি। 

এবার আবেদনময়ী এ অভিনেত্রীর মুকুটে নতুন পালক যুক্ত হলো। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেলেন পুরস্কার। সেরা অভিনয়শিল্পীর স্বীকৃতিস্বরূপ স্মিতা পাতিল মেমোরিয়াল গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন কিয়ারা। 

ভারতের বিনোদন সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, এ বছরের অন্যতম সফল ‘শেরশাহ’ সিনেমায় অভিনয়ের জন্য সম্মানজনক ওই পুরস্কার পেলেন কিয়ারা আদভানি। এর আগে এই পুরস্কার পেয়েছেন বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও আনুশকা শর্মার মতো তারকারা।

কিছুদিন আগে বিশ্বের চাহিদাসম্পন্ন তারকার তালিকায় নাম আসে কিয়ারা আদভানির। শাহরুখ খান, আল্লু অর্জুন, সালমান খান, টম হিডলস্টোন, সাং হুর নামের পাশে যুক্ত হয় কিয়ারার নাম। এই তালিকায় বিশ্বে অভিনেত্রীদের মধ্যে শুধু কিয়ারা ও প্রিয়াঙ্কা চোপড়ার নাম আসে।