দেশের প্রেক্ষাগৃহে মুক্তিতে আর কোনো বাধা রইলো না নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত চলচ্চিত্র 'রেহানা মরিয়ম নূর’। বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘বিনাকর্তনে’ ছাড়পত্র পেয়েছে ছবিটি। সেন্সরবোর্ড সচিব মমিনুল হক সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মমিনুল হক বলেন, ''কোনো প্রকার কাটাকাটি ছাড়াই 'রেহানা মরিয়ম নূর' ছবিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ছাড়পত্রের বিষয়টি ছবির প্রযোজককে জানানো হয়েছে।''

ছবিটি বিনাকর্তনে ছাড়পত্র পাচ্ছে- এমন কথা আগেই শোনা যাচ্ছিল। সেন্সর বোর্ড সচিবের কাছ থেকে আনুষ্ঠানিক যোষণা এলো। 

কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়ে প্রদর্শিত হয় সিনেমাটি। সেখান থেকে ব্যাপক প্রশংসা নিয়ে ফেরে 'রেহানা মরিয়ম নূর'। পরে লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবেও ডাক পায় ছবিটি। যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ‘ডিবেট সেকশনে’ সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।

এবার দেশে সেন্সর ছাড়পত্র পাওয়ার পর তিনি জানান, ছবিটি অক্টোবরে মুক্তির পরিকল্পনা রয়েছে তাদের।

'রেহানা মরিয়ম নূর' ছবিটি ৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন-সংগ্রামের গল্পে নির্মিত।  সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, তার চরিত্রের নাম রেহানা।

অন্যান্য চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি ও অভ্রদিত চৌধুরী। এটি নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের দ্বিতীয় সিনেমা। এর আগে ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ শিরোনামে একটি সিনেমা পরিচালনা করেন এই পরিচালক।

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার থিয়েটার এবং ওটিটি-স্বত্ব বিক্রি করা হয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে- এমনটাই জানা গেছে ছবি সংশ্লিষ্ট সূত্রে।