- বিনোদন
- বাবার সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন শাহরুখপুত্র
বাবার সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন শাহরুখপুত্র

মাদক মামলায় রোববার শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তারের পর এদিনই তিনবন্ধুসহ তাকে আদালতে পাঠানো হয়। এরই মধ্যে ছেলের সঙ্গে টেলিফোনে মাত্র দুই মিনিটের জন্য কথা বলার সুযোগ পান বলিউড সুপারস্টার শাহরুখ খান। এ সময় কান্নায় ভেঙে পড়েন আরিয়ান।
মাদক নিয়ন্ত্রণ সংস্থা নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সূত্রে জানা যায়, আইন মেনেই বাবা শাহরুখের সঙ্গে কথা বলার সুযোগ পান আরিয়ান।
ভারতীয় গণমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দীর্ঘ ১৬ ঘণ্টা জেরা করা হয় আরিয়ান খানকে। এনসিবি সূত্রে জানা গেছে, আরিয়ান গত চার বছর ধরে মাদক সেবন করছেন বলে জেরার সময় জানিয়েছেন।
এদিকে, আরিয়ানের আইনজীবী সতীশ মানশিণ্ডের দাবি করেছেন, গ্রেপ্তারের সময় আরিয়ানের কাছে কোনো মাদকদ্রব্য ছিল না।
শনিবার রাতে এক প্রমোদ পার্টি থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানসহ আটজনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্তারা। আরিয়ানের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও মাদক কেনা বেচার গুরুতর অভিযোগ এনেছে এনসিবি। দীর্ঘ ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বাজেয়াপ্ত করা হয় আরিয়ানের ফোন। শেষ কয়েকদিন আরিয়ান কার কার সঙ্গে ফোনে ও হোয়াটস অ্যাপে কথা বলেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। এরপরই আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা, নুপূর সারিকা, ইশমিত সিং, মোহক জয়সওয়াল, বিক্রান্ত চোকার, গোমিত চোপড়াকে গ্রেপ্তার করে এনসিবি।
ভারতীয় সংবাদমাধ্যমকে এনসিবি সূত্র জানিয়েছে, ওই পার্টিতে জামাকাপড়ে সেলাই করে, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। শাহরুখপুত্রের লেন্স রাখার বাক্স থেকেও মাদক জব্দ করেন এনসিবির কর্মকর্তারা। এছাড়া আরিয়ানের কাছ থেকে ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস, ও এমডিএমএর ২২টি পিল এবং নগদ এক লাখ তেত্রিশ হাজার রুপি পাওয়া গেছে বলে দাবি এনবিসির। এ ঘটনায় আরিয়ানের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে।
মন্তব্য করুন