বছর দুয়েক পরে মঞ্চে আসছেন কৃষ্ণকলি। অবশ্য তার আগের পাঁচ বছরও খুব একটা নিয়মিত ছিলেন না এই শিল্পী।

শুক্রবার রাজধানীর পরীবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কৃষ্ণকলি গাইবেন তার দল ‘গানের দল ও কৃষ্ণকলি’ কে সঙ্গে নিয়ে। 

তিনি জানান,  সেদিন তার সঙ্গে পারফর্ম করবেন অর্ক, আহনাফ, রাতুল ও শুভ। এখন পর্যন্ত রেকর্ড হয়নি এমন গানগুলোই তারা সে অনুষ্ঠানে গাইবেন। 

এ আয়োজনে সমগীতের শিল্পীরা ছাড়াও গাইবেন কফিল আহমেদ, আহমেদ বাবলু, লীলা ব্যান্ড, কাকতাল, নিষিদ্ধ ও গঙ্গাফড়িং। সমগীতের আয়োজনে এ অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৫টায়।

২০০৭ সালে প্রথম একক অ্যালবাম ‘সূর্যে বাঁধি বাসা’ প্রকাশের পর বোদ্ধা শ্রোতাদের মনোযোগ পেয়েছিলেন কৃষ্ণকলি। এরপর ২০১১ সালে প্রকাশিত হয় দ্বিতীয় একক অ্যালবাম ‘আলোর পিঠে আঁধার’। 

তবে এরই মাঝখানে কৃষ্ণকলি ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যান মাত্র একটি গানের সুবাদে, সেটি ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ চলচ্চিত্রের ‘যাও পাখি বলো তারে’। নিজের লেখা ও সুর করা ওই গানটি কৃষ্ণকলি গেয়েছিলেন চন্দনা মজুমদারের সঙ্গে। তার সাঁওতালি ও ঝুমুর গানের অ্যালবাম ‘বুনোফুল’ও কাছাকাছি সময়ে প্রকাশিত হয়েছিল।

তারপর থেকে খুব বেশি নিয়মিত ছিলেন না কৃষ্ণকলি। অন্তত গানের মঞ্চে তাকে দেখা যায়নি। গত পাঁচ বছর ধরে উপস্থিতি ছিল মাঝেমধ্যে। 

২০১৬ সালে তিনি তার চতুর্থ একক অ্যালবামের কাজ শুরু করলেও তা আর প্রকাশ পায়নি। তবে এরই মাঝে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রে ‘থেমে থাকে উদাস দুপুর’ গান করে নিজের শক্তিমত্তার প্রমাণ দিয়েছেন।