ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের বিয়ের গুঞ্জনে তোলপাড় বলিউড পাড়া। এমন গুঞ্জন নিয়ে ভিকি কৌশল মুখে কুলুপ এঁটে রয়েছেন। তবে মুখ খুলেছেন ক্যাটরিনা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি।

হঠাৎই তার বিয়ে নিয়ে গণমাধ্যমে মাতামাতি কেনো? এমন প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেন, 'এই প্রশ্নটা বিগত ১৫ বছর ধরে আমি নিজেও করে চলেছি।' শুধু ক্যাটরিনাই নন, তার ঘনিষ্ঠ এক ব্যক্তিরও দাবি তার বিয়ের খবর স্রেফ গুজব। খবর বলিউড লাইফের। 

নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি বলেছেন, 'এই খবর সম্পূর্ণ ভুল। ওরা দু’জন এমন কোনও পরিকল্পনাই করেনি। কয়েক মাস পর পর ভিকি এবং ক্যাটরিনাকে নিয়ে যে গুঞ্জন ছড়ানো হয়েছে তা ইদানিং অভ্যাসে পরিণত হয়েছে।'

ভিকি-ক্যাটরিনার প্রেম-বিয়ের গুঞ্জন বলিউডে নতুন কিছু নয়। প্রায়ই তাদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে একাধিক লেখালেখি হয়েছে। গত আগস্ট মাসেই বাগদান হয়েছিল তাদের এমনও গুঞ্জন রটেছিল। এখানেই থেমে থাকেনি চর্চা। বিয়েতে পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের লেহঙ্গায় সেজে উঠবেন ক্যাটরিনা। রাজস্থানের একটি বিলাসবহুল প্রাসাদে বিয়ের অনুষ্ঠান হবে তাদের এমন গুঞ্জন ছড়িয়েছে নতুন করে।