- বিনোদন
- রণবীর-আলিয়ার বিয়ে ডিসেম্বরে?
রণবীর-আলিয়ার বিয়ে ডিসেম্বরে?

রণবীর কাপুর ও আলিয়া ভাট
বলিউডে আলোচিত জুটিগুলোর মধ্যে অন্যতম রণবীর কাপুর ও আলিয়া ভাট। তারা চুটিয়ে প্রেম করছেন সেই খবর অবশ্য পুরোনো। নতুন প্রশ্ন, বিয়ে কবে?
গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই রণবীর আর আলিয়া বিয়ে করতে যাচ্ছেন? বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বর মাসেই মালাবদল করবেন রণবীর ও আলিয়া ভাট। যদিও এ বিষয়ে কেউই মুখ খোলেননি।
এদিকে রণবীরের সঙ্গে মেয়ের বিয়ে নিয়ে মুখ খুলেছেন আলিয়ার মা সোনি রাজদান। তার মতে, এখনো সময় আছে, ভবিষ্যতে কোনো একদিন বিয়েটা হবে। একটি সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, ‘আমিও জানি না বিয়েটা কবে হবে। আমি নিজেই কিছু খবরের জন্য অপেক্ষা করছি।’
সম্প্রতি প্রেমিক রণবীরের জন্মদিন উদযাপনের জন্য এক বিলাসবহুল রিট্রিট রিজার্ভ করেছিলেন। রিট্রিটে সুইটস আর তাবুর ব্যবস্থা ছিল। এখানে এক রাতের জন্য খরচ পড়বে ১ লাখ ৬৫ হাজার রুপি। ক্যাম্প থেকে আলিয়া-রণবীরের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। এই ছবিগুলো নেটিজেনরা খুব পছন্দ করছেন।
আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়া আর রণবীরকে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে।
মন্তব্য করুন