- বিনোদন
- ৫৬ বছরে পা রাখলেন শাহরুখ
৫৬ বছরে পা রাখলেন শাহরুখ

১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লীতে জন্মগ্রহণ করেন শাহরুখ খান
বলিউড কিং শাহরুখ ৫৬ বছরে পা রাখলেন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লীতে জন্মগ্রহণ করেন বলিউডের কিংখান খ্যাত এই অভিনেতা।
শাহরুখ খান দিল্লীর থিয়েটার অ্যাকশন গ্রুপের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর ন্যাশনাল স্কুল অব ড্রামায় পড়াশোনা তার। ফৌজি, সার্কাসের মত টেলিভিশন সিরিয়ালে কাজ করে নজর কারেন বোদ্ধাদের।
'দিল আশনা হেয়' চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'দিওয়ানা' তাকে এনে দেয় ফিল্মফেয়ার পুরস্কার। এরপর চমৎকার, রাজু বানগেয়া জেন্টলম্যানের মত রোমান্টিক ধারার চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি পান তিনি। ১৯৯৩ সালে বাজিগর ও ডর সিনেমায় খল চরিত্রে অভিনয় করে শুরু হয় নতুন পথচলা ।
'দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েনগে', 'কয়লা', 'পরদেশ', 'ইয়েস বস', 'দিল তো পাগল হেয়', 'দিল সে', 'কুছকুছ হোতা হেয়', 'বাদশাহ', 'মোহাব্বাতে', 'কাভি খুশি কাভি গাম', 'দেবদাস', 'শক্তি'র মত চলচ্চিত্রে অভিনয় করে ভক্তদের কাছে বাদশাহ খেতাম পান তিনি।
ক্যারিয়ারের উত্থান পতন, মেরুদণ্ডের অপারেশন কোনকিছুই রুখতে পারেনি শাহরুখের জয়রথ। পিছিয়ে পরে আবার দাঁড়িয়েছেন, ছুটেছেন সাফল্যের সন্ধানে।
স্বদেশ, ভিরজারা, ডন, চাক দে ইন্ডিয়া, ওম শান্তি ওম, রা ওয়ান, জাব তাক হেয় জান, চেন্নাই এক্সপ্রেস, ফ্যান, রইস, জিরোর মত জনপ্রিয় সব চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে ১৪ বার পেয়েছেন ফিল্ম ফেয়ার পুরস্কার।
ভারত সরকারের পদ্মশ্রী, ফ্রান্স সরকারের অদ্র দে আর্ত এ দে লেত্র সম্মাননার পাশাপাশি বিশ্বের পাঁচটি সেরা বিশ্ববিদ্যালয়ের সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন শাহরুখ।
তবে পুরস্কার ও সম্মাননার চেয়েও বেশি জিতেছেন দর্শকদের হৃদয়। প্রতিবছর শাহরুখের জন্মদিনে তার বাড়ি মান্নাতের সামনে ভীর জমান ভক্তরা। ভক্তদের ভালবাসার কৃতজ্ঞতা জানাতে হাজির থাকেন কিং খানও।
মন্তব্য করুন