- বিনোদন
- চুপ না থেকে প্রতিবাদ করতে বললেন ম্যাডোনা
চুপ না থেকে প্রতিবাদ করতে বললেন ম্যাডোনা

পপ সম্রাজ্ঞী ম্যাডোনা লুইস
জনপ্রিয় মার্কিন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা লুইস বর্ণিল এক জীবনের অধিকারী। ষাটোর্ধ্ব এ গায়িকা অনেক চড়াই উতরাই পেরিয়ে সাফল্যের দেখা পান। হয়ে উঠেন বিশ্ব সঙ্গীতের গুরুত্বপূর্ণ একজন। সম্প্রতি এই শিল্পী নিজের মতামতের বিরুদ্ধে কোনো কাজ এবং কথার প্রেক্ষিতে চুপ না থেকে প্রতিবাদ করার কথা বলেছেন।
গত শুক্রবার 'কুইন অব পপ' ভি ম্যাগাজিনের জন্য নাট্যকার জেরেমি ও হ্যারিসের সঙ্গে তার নতুন ডকুমেন্টারি নিয়ে আলোচনা করেছেন, যেখানে তিনি চুপ থাকার সংস্কৃতি বাতিল করার বিষয়ে কথা বলেছেন। খবর জিও ডট টিভির।
তারকার মতে, তিনি যা সঠিক মনে করেন এবং যা তিনি সবচেয়ে বেশি উপভোগ করেন তা করতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এমনকি অন্যরা তার সঙ্গে একমত না হলেও, নীরব দর্শক হওয়ার চেয়ে প্রতিবাদ করা আরও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
ম্যাডোনা বলেন, এখন যে কাউকে যেখানে সেখানে তাদের মনের কথা বলতে দেওয়া হয় না। বিভিন্ন সংস্কৃতি বাতিলের ভয়ে তারা জিনিসগুলি সম্পর্কে কী ভাবেন তা বলার অনুমতি নেই। তাই এই সংস্কৃতি বাতিল করে সবাইকে যার যার কথা বলার সুযোগ দিতে হবে। প্রত্যেকের নিজের কথা শুনতে হবে, যোগ করেন ম্যাডোনা।
ম্যাডোনা সঙ্গীতশিল্পীর পাশাপাশি একজন ফ্যাশন ডিজাইনারও। পপ সম্রাজ্ঞী ম্যাডোনা সুযোগ পেলেই গানের পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করেন। খ্যাতনামা প্রতিষ্ঠান আইকনিক্স ব্র্যান্ড গ্রুপের সঙ্গে মিলে তিনি বিশ্বব্যাপী ফ্যাশন ব্র্যান্ড চালু করেছেন। তিনি একজন চলচ্চিত্র নির্মাতাও। ২০০৮ সালে 'ফিলদ অ্যান্ড উইসডম' ছবি পরিচালনা করেন তিনি।
মন্তব্য করুন