গ্রামীণ জনপদে জেলে সম্প্রদায়ের সংগ্রামী জীবন, জীবিকা, জেলে সম্প্রদায়ের ওপর প্রভাবশালীদের নিপীড়ন ও অত্যাচারের বাস্তব কাহিনী নিয়ে নির্মিত ‘জালে জীবন’ টেলিফিল্মের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্মিত এ টেলিফিল্মের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় বুধবার রাতে। উল্লাপাড়া অফিসার্স ক্লাবে এই শো’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ। 

অধ্যাপক রাশিদুল হাসানের ‘জেলে গিরি’ উপন্যাস অবলম্বনে ‘জালে জীবন’ টেলিফিল্মটির চিত্রনাট্য, সংলাপ ও নির্দেশনায় রয়েছেন মার্চেন্টস স্কুলের শিক্ষক ইমরান খান দীপ। দীপ এর আগে ‘বালাই’, ‘জনতার পুলিশ’, ‘এসো মুক্তিযুদ্ধ ও বঙ্গন্ধুকে জানি’ এবং ধারাবাহিক নাটক ‘চুরিবিদ্যা রচনা’ এই স্কুলের শিক্ষার্থীদের দিয়ে মঞ্চায়ন করেছেন। এতে সার্বিক সহযোগিতা দিয়েছেন স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি দেওয়ান মওদুদ আহমেদ, প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান ও প্রভাষক আব্দুস সালাম।

টেলিফিল্মটিতে অভিনয় করেছেন আব্দুস সালাম মিল্টন, আশিকুর রহমান, এমএ শাহীন, আমিনুল ইসলাম, আব্দুস সালাম, পতাবনী, উর্মী, রবিউল, জাহিদ হাসান, ওয়ালিউলতাহ, নুসরাত, রাখী, সাগর, নাজমুল ও ইমরান খান। টেলিফিল্মের শুটিং করা হয়েছে ঈশ্বরদী-ঢাকা রেলপথের চলন বিল এলাকার দিলপাশার রেলস্টেশন ও উল্লাপাড়ার খোজাখালী গ্রামে। 

প্রিমিয়ার শো’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, রেজাউল করিম বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আব্দুস সালাম মিল্টন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে নির্মিত টেলিফিল্মটি প্রচুর সুনাম অর্জন করেছে। ইমরান খাঁন দীপের এই ব্যতিক্রমী কর্মপ্রয়াস স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি অভিনয় শেখার সুযোগ করে দেবে।