- বিনোদন
- প্লেব্যাক সম্রাটের জন্মদিন যেখানে যেভাবে উদযাপন হচ্ছে
প্লেব্যাক সম্রাটের জন্মদিন যেখানে যেভাবে উদযাপন হচ্ছে

বাংলা সংগীতের উজ্জ্বল নক্ষত্র এন্ড্রু কিশোরের জন্মদিন আজ। ১৯৫৫ সালের আজকের দিনে প্রয়াত এই সংগীতশিল্পীর জন্মদিন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন তার স্ত্রী লিপিকা এন্ড্রু। তিনি বলেন, এন্ড্রু কিশোরের জন্য সবাই দোয়া করবেন। এটাই তার জন্য, তার বিদেহী আত্মার জন্য কাজে লাগবে।'
এন্ড্রু কিশোরের জন্মদিন উপলক্ষে শিল্পীর জন্মস্থান রাজশাহীতে ওস্তাদ আবদুল আজিজ স্মৃতি সংসদ উদ্যোগে থাকছে আয়োজন। এতে সংগঠনের সদস্যসহ এন্ড্রু কিশোর ভক্তরা হাজির থাকবেন।
ওস্তাদ আবদুল আজিজ বাচ্চুর কাছে গান শিখেছিলেন এন্ড্রু কিশোর। জীবদ্দশায় রাজশাহী নিজের বাড়িতে বেড়াতে গেলে শহরের বেলদারপাড়া অবস্থিত ওস্তাদের নামে গড়া এই সংগঠন ও সুরবানী গানের স্কুলে কিছুটা সময় কাটাতেন কিংবদন্তী এই কণ্ঠশিল্পী। এদিকে এন্ড্র কিশোরের জন্মদিন উপলক্ষ্যে বেশ কিছুদিন আগে থেকে বিভিন্ন চ্যানেলে শুরু হয়েছে নানা আয়োজন। সম্প্রতি যমুনা টেলিভিশনে তার স্মরণে প্রচার করে সংগীতানুষ্ঠান 'ছুটির রাতে'।
এছাড়াও গতকাল রাতে বাংলাভিশনে প্রচার হয় ফোনো লাইভ ষ্টুডিও কনসার্ট। এতে অংশ নেন দিঠি আনোয়ার ও মোমিন বিশ্বাস। আজ চ্যানেল আইয়ে সকালে প্রচার হয়'গান দিয়ে শুরু'। এছাড়া রাত ১১ টায় এশিয়ান টিভিতে প্রচার হবে এন্ড্রু কিশোরের গান নিয়ে 'এশিয়ান মিউজিক'।
মন্তব্য করুন