দর্শকদের অফুরন্ত ভালোবাসা ও নদীপাড়ে মানুষের যাপিত জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে 'গলুই' ছবির টানা শুটিং শেষ করে জামালপুর থেকে ঢাকায় ফিরলেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। ফিরেছেন ছবিটির নায়িকা পূজা চেরিও। শনিবার এক মাস ছয়দিন পর ঢাকায় ফেরেন শাকিব। মাঝে কয়েক ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন তিনি। 

ছবিটি পরিচালনা করছেন এস এ হক অলিক। রোববার সমকালকে তিনি জানান, শাকিব খান ও পূজার শুটিং পার্ট শেষ। তারা শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন। তবে তাদের শুটিং পার্ট শেষ হলেও বাকি রয়েছে আরও তিনদিনের শুটিং। এই তিনদিনের দৃশ্যধারণ হবে জামালপুরে। শুটিংয়ে থাকবেন সূচরিতা, সুব্রতসহ অনেকেই।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবি ‘গলুই’। প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। তিনিও সমকালকে জানান শাকিব-পূজার শুটিং পার্ট শেষ করে ঢাকায় ফেরার খবর।

গলুইয়ের শুটিং শেষ করে ঢাকায় ফেরার কথা জানিয়েছেন শাকিব খানও। রোববার সমকালকে ঢাকাই ছবির এ সুপারস্টার বলেন, গতকাল টাঙ্গাইল থেকে ঢাকায় ফিরলাম। টানা এক মাসের বেশি সময়ের জার্নি ছিল গলুইয়ের।  নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এ জার্নি শেষ হলো।

ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। সাধারণত সরকারি অনুদান পাওয়া ছবিগুলোর নিরবেই শুটিং হয়ে থাকে। কিন্তু গলুই ছবিতে শাকিব খান থাকায় দেখা গেল ভিন্ন চিত্র। এর আগে অনুদানের ছবি নিয়ে এত আলোচনা হতে দেখা যায়নি।

গলুইয়ে শাকিব খান অভিনয় করেছেন ‘লালু’ চরিত্রে। আর পূজা চেরি ‘মালা’ চরিত্রে।

শাকিব খান বলেন, গলুইয়ের মাধ্যমে পর্দায় দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন। নতুনত্ব দেওয়ার জন্যই কাজটি করলাম। গল্প যেমন সুন্দর, তেমনি এ সিনেমার গানগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো। সবকিছু মিলিয়ে ‘গলুই’ হচ্ছে বড় পরিসরের সিনেমা।

নৌকাবাইচ গলুই ছবির গল্পের একটি অংশ। নৌকাবাইচের শুটিংয়ের প্রথমদিন সকাল থেকেই যমুনা নদীর তীর কানায় কানায় মানুষে পূর্ণ ছিল। যতদিন শুটিং করেছেন ততদিন হাজার হাজার মানুষের মাঝেই শুটিং করতে হয়েছে তাকে।

এ অভিজ্ঞতার কথা জানিয়ে শাকিব বলেন, প্রথমদিকে তো শুটিংয়ে মানুষের উপস্থিতি দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আমার ২১ বছরের অভিনয় জীবনে শুটিংয়ে এত মানুষের ভিড় দেখা হয়নি। 

এতোদিন টেলিভিশনে দেখেছেন আর খবরের কাগজে পড়েছেন, কিন্তু কখনই সরাসরি নৌকাবাইচ দেখেননি শাকিব খান। তাই নৌকাবাইচের অংশটুকু তাকে দারুণ আকর্ষণ করেছে বলে জানান ঢাকাই ছবির এই তারকা অভিনেতা।

তিনি বলেন, শুটিংয়ের আগে গল্প শুনতে বসে জানতে পারি, ছবিতে নৌকাবাইচের দৃশ্য আছে। ভাবলাম, নৌকাবাইচ আমাদের গ্রামবাংলার একটা ঐতিহ্য। নদী ভরাট হয়ে যাওয়ায় অনেক জায়গা থেকে হারিয়ে গেছে এই খেলা। নতুন প্রজন্মের অনেকেই এই খেলা সম্পর্কে জানেন না। তাদের কাছে নৌকাবাইচকে নতুন করে পরিচয় করিয়ে দেবে এই সিনেমা।’

যখন সিদ্ধান্ত নিলেন সিনেমাটিতে অভিনয় করবেন, তখন থেকেই বিভিন্ন মাধ্যম থেকে নৌকাবাইচ সম্পর্কে আরও ভালোভাবে জানার চেষ্টা করেছেন, জানালেন এই নায়ক।

অভিজ্ঞতার ঝুলি পূজারও ভরপুর।  শাকিবের বিপরীতে প্রথমবার কাজ করে ফিরেছেন দারুণ সব সুখ স্মৃতি নিয়ে। পূজা চেরি বলেন, ছবিটির শুরু থেকেই এক্সসাইটেড ছিলাম। কারণ এই ছবিতে আমি শাকিব ভাইয়ের বিপরীতে কাজ করছি।  তিনি দেশের শীর্ষ নায়ক। শুটিংয়ে তাকে দেখতে হাজার হাজার মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে এসেছে। শুটিংয়ের তার থেকে অনেক কিছু শেখাও হয়েছে আমার।

নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে 'গলুই'। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।

'গলুই' সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর সিনেমার গানে ফিরেছেন হাবিব ওয়াহিদ। তার সুর, সংগীত ও কণ্ঠে দু'টি গান থাকছে সিনেমায়, যার একটি লিখেছেন এস এ হক অলিক ও আরেকটি সোহেল আরমান।

শাকিব খান ও পূজা চেরি ছাড়াও গলুই সিনেমায় অভিনয় করছেন আজিজুল হাকিম, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।