- বিনোদন
- নোবেলের বকা খেয়ে ছবিটি পোস্ট করলেন তাহসান
নোবেলের বকা খেয়ে ছবিটি পোস্ট করলেন তাহসান

গতকাল গায়ক ও অভিনেতা তাহসান খান নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে আদিল হোসেন নোবেলকে। দুজনকে একই ফ্রেমে দেখে নেটিজেনরা যতটা না অবাক হয়েছেন তারচেয়ে বেশি অবাক হয়েছেন নোবেলের ফিটনেস দেখে। কারণ, নোবেলের বয়স এখন ৫৩ । এই বয়সেও তার ফিটনেস পঁচিশ বছর বয়সী তরুণকেও হার মানাবে।
এই ছবি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কেউ কেউ বলছেন এটি বাণিজ্যিক কোনো ইভেন্টের অংশ, কেউ বলছেন এটা জিমের ছবি। আর এসব প্রশ্ন নিয়েই যোগাযোগ করা হয় তাহসানের সঙ্গে।
তাহসান নেপথ্যের গল্পটা বলার আগেই হাসলেন। এরপর বললেন, 'নোবেল ভাই আমাকে বকা দেন। কারণ তিনি নিয়মিত জিম করেন। আমার মাঝে মিস হয়ে যায়। এজন্য কাল ( শনিবার) নোবেল ভাইয়া আমাকে বকা দিয়ে বললেন, ছবি তোলো। ছবি তুললাম, তারপর বললেন পোস্ট করো। বকা খেয়েই ছবিটা পোস্ট করলাম।'
তাহসানের সঙ্গে নোবেলের বেশ ভালো সখ্য। তাহসানকে পছন্দও করেন। একই জিমে দুজনেই যান। তাহসানের গ্যাপ হলেও নোবেলের হয় না। যার ফলে নিয়মিত জিমে যাওয়ার চাপ দেন নোবেল। তাহসান বললেন, 'আসলে মাঝেমধ্যে শুটিং থাকলে তো জিমে যাওয়া হয় না। এভাবে গ্যাপ হয়। অন্যদিকে নোবেল ভাই যত চাপই থাকুক, তিনি জিম মিস করবেন না। আসবেনই। আমাকেও তিনি তার মতো করতে চান। এজন্যই বললেন ছবি তুলে পোস্ট দাও এতে করে তোমার আগ্রহ বাড়বে, মানুষেরও আগ্রহ বাড়বে।'
বাংলাদেশের শোবিজে মডেল হিসেবে নিজেকে 'আইকন' প্রতিষ্ঠা করেছেন নোবেল। আর তাহসান অভিনয় শিল্পী ও গায়কের বাইরে এক গ্রহণযোগ্য ভিন্ন ইমেজ তৈরি করেছেন যা তাকে সহজেই সব শ্রেণির আড্ডায় সহজে এন্ট্রি দেয়। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিকভাবেই আগ্রহ তাদের দিকে।
মন্তব্য করুন