- বিনোদন
- 'অন্তর্জাল'এ সিয়ামের সহকর্মী সাঁওতাল পল্লীর একদল শিশু
'অন্তর্জাল'এ সিয়ামের সহকর্মী সাঁওতাল পল্লীর একদল শিশু

সাঁওয়াতাল পল্লীর একদল শিশুর সঙ্গে দুপুরের দিকে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন 'পোড়ামন '২ ও 'দহন' খ্যাত নায়ক সিয়াম আহমেদ। ছবিটির সূত্র ধরেই যোগাযোগ করা হয় এ নায়কের সঙ্গে। সমকালকে তিনি জানালেন, দীপংকর দীপন পরিচালিত 'অন্তর্জাল' ছবি শুটিংয়ে রাজশাহীতে আছেন তিনি। থাকবেন আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। এরপরই ঢাকায় ফিরবেন। ফিরেই ব্যস্ত হয়ে পড়বেন আরেকটি ছবির শুটিংয়ে।
মুঠোফোনে কথায় কথায় সিয়ামের ব্যস্ততার খবর উঠে এলো। উঠে এলো রাজশাহীতে শুটিংয়ের দারুণ অভিজ্ঞতার বিষয়টিও। সেই সঙ্গে জানালেন 'অন্তর্জাল' ছবিটি ভালো হচ্ছে তার আশ্বাস।
এই যে একদল শিশুদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলেন এই ছবির পেছনের গল্পটা কি? প্রশ্ন করতেই সিয়াম উৎসাহ নিয়ে বললেন, 'ওরা আসলে আমার সহকর্মী। সাঁওতাল পল্লীর শিশু ওরা। অন্তর্জাল ছবিটিতে দেখা যাবে ওদের। আমরা যখন শুটিংয়ের রেকি করতে সাঁওতাল পল্লীতে যাই তখন ওদের সঙ্গে এই ছবিটি তোলা। ওই সময়ে ওদের সঙ্গে দারুণ সময় কেটেছে। ছবিটা আজ পোস্ট করলাম।'
ইতোমধ্যে 'অন্তর্জাল' ছবির ৭০ ভাগ শুটিং শেষ হয়েছে বলে জানালেন পরিচালক দীপংকর দীপন। বাকী ৩০ শতাংশ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানালেন তিনি। যশোর, নাটোর ও কাপ্তাইয়ে হবে বাকী অংশের শুটিং। হবে দেশের বাইরেও।
দীপন বলেন, ‘আমরা ইতোমধ্যে ছবির ৭০ ভাগ শুটিং শেষ করেছি। বাকি অল্প কিছু অংশ আছে; যেগুলো ডিসেম্বরেই শেষ করা হবে। আর বিদেশেও আমরা কিছু শুটিং করবো। তবে এখনও ঠিক করতে পারিনি এটা কোথায় হবে।’
দেশের প্রথম সাইবার থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল ও টোটো। ছবিতে তাদের বেশিরভাগকেই আইটি স্পেশালিস্ট হিসেবে দেখা যাবে।
এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্যে আছেন পরিচালক নিজেই।
সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মাণ চলতি এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।
মন্তব্য করুন