- বিনোদন
- শিশুদের জন্য বিনিয়োগ বাড়াতে আহ্বান শাকিব খানের
শিশুদের জন্য বিনিয়োগ বাড়াতে আহ্বান শাকিব খানের

শাকিব খান
২০ নভেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে বিশ্ব শিশু দিবস। প্রতি বছর ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে পালন করা হয় দিবসটি। শিশুদের নিয়ে কাজ করে আসা জাতিসংঘের বিশেষ সংস্থা আন্তর্জাতিক শিশু তহবিল বিশেষভাবে কাজ করে থাকে। বাংলাদেশের শিশুদের নিয়েও কাজ করছে সংস্থাটির বাংলাদেশ শাখা। নানা সময়ে এ সংস্থার হয়ে কাজ করেন দেশের সেলেব্রেটি তারকারা।
দেশে ইউনিসেফের সঙ্গে কাজ করা অন্যতম তারকা শাকিব খান। বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশুদের ভালোবাসা জানিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন
সেখানে শাকিব খান লেখেন ‘শিক্ষা, পুষ্টি, আশ্রয় এবং স্বাস্থ্যসেবাসহ একটি নিরাপদ শৈশব পেয়ে আমি কৃতজ্ঞ। কিন্তু সারাদেশে এখনও অনেক শিশু এসকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ভবিষ্যতের বড় সমস্যাগুলি মোকাবেলা করার জন্য আজকের শিশুদের আরও বেশি স্বাস্থ্যকর, দক্ষ এবং সক্ষম হতে হবে।
এ কারণে আমাদের সরকারকে এখনই শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি আর নিরাপত্তার মতো সরকারি খাতে শিশুদের জন্য বিনিয়োগ আরও বেশি বাড়াতে হবে।’
ইউনিসেফ বাংলাদেশের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত শাকিব খান বলেন, ‘এই বিশ্ব শিশু দিবসে সকল শিশুর উজ্জ্বল এবং সফল ভবিষ্যৎ কামনা করে ইউনিসেফ বাংলাদেশেরর সাথে যোগ দিতে পেরে আমি আনন্দিত।’
মন্তব্য করুন