- বিনোদন
- তিন শতাধিক নাটকের পর সবুজ এখন 'কোটিপতি'
তিন শতাধিক নাটকের পর সবুজ এখন 'কোটিপতি'

অভিনেতা শহিদুল্লাহ সবুজ
বাংলা নাটকে একজন চরিত্রাভিনেতা শহিদুল্লাহ সবুজ। এক যুগ ধরে ধরে থিয়েটার এবংছোটপর্দায় কাজ করে আসছেন তিনি। এ অভিনেতা তার ক্যারিয়ারে প্রায় তিন শতাধিক নাটকে অভিনয়ের পর 'কোটিপতি' নামে একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। নাটকটিতে তাকে মূখ্য করে বাজিটি ধরেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। মঙ্গলবার শহিদুল্লাহ সবুজ জানালেন, এই নাটকটিই এবার প্রচারে আসছে।
আগামীকাল দুপুর ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।
নাটকটি নিয়ে সবুজ বলেন,‘অবৈধভাবে একজন কীভাবে কোটিপতি হয়; এরপর তার আচরণ, প্রভাব, দম্ভ কেমন বেড়ে যায় এবং ফ্যান্টাসি কেটে গেলে সে কতটা অসহায় ও উন্মাদ হয়ে পড়ে- সেটাই আমার চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। আমার বিশ্বাস নাটকটি দর্শকদের পছন্দ হবে।'
সবুজ আরও বলেন, গত দুই বছর ধরে কেন্দ্রীয় চরিত্রে কাজের জন্য অনেকেই বলেছিলেন। ভালো গল্প বা সামগ্রিক পরিস্থিতিতে ব্যাটে বলে টাইমিং হয় নাই বলে আর করা হয়নি। আমি যেহেতু থিয়েটার করি। তাই নিজেকে নানামাত্রিক চরিত্রে মেলে ধরতে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, নিজেদের পরিপক্কতার জন্য সময় নিয়েছি। এবার আবু হায়াত ভাই আমাকে নিয়ে কোটিপতি বানিয়েছেন।
এর আগে মানিকগঞ্জের নবগ্রাম বেতিলায় নাটকটির শুটিং হয়। নির্মাতা জানান বিশাল আয়োজনেই কোটিপতির শুটিং হয়েছে। এতে সবুজের সঙ্গে সুন্দরী অভিনেত্রী নিশাত প্রিয়ম অভিনয় করেছেন। আরও অভিনয়ে নরেশ ভূঁইয়া, জুলফিকার চঞ্চল, মুকিত জাকারিয়া, শেখ মাহবুবুর রহমান।
মন্তব্য করুন