কলকাতার সুপারস্টার জিতকে দেখা গেলো চোখে সানগ্লাস, পায়ে বুট আর কোটের সঙ্গে নীচে তোয়ালে জড়িয়ে ঘুরতে। অবশ্যই ইনস্টগ্রামে জিতের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেলো এমনটি।  ভিডিওর পিছনে বাজছে , ‘দিল তো বাচ্চা হ্যায় জি..’ গান।    

ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘হাম ভি বাচ্চা হ্যায় জি, শিখনে কো কিতনা কুচ মিলা যাতা হ্যায়’। যার বাংলা তর্জমা করলে, তিনি নিজেকে বাচ্চাদের মতোই বলেছেন। তাই শেখার মতো অনেক কিছু পেয়ে যান বলে জানিয়েছেন। টলি সুপারস্টার এই ভিডিও শেয়ার করতেই নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয়ে যায়। মূলত মেকআপ রুমের থেকে এই ভিডিও শেয়ার করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। 

বর্তমানে চরম ব্যস্ত শিডিউল জিতের। হাতে একগুচ্ছ  ছবি। রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনেও রয়েছেন তিনি। কিছুদিন আগেই হুগলি সেতুর উপর আসন্ন ছবি ‘রাবণ’এর শ্যুটিং করতে দেখা  যায় তাকে। 

তার আগে দুর্গাপুজোয় মুক্তি পেয়ে জিৎ-মিমি জুটির 'বাজি'।