- বিনোদন
- যে কারণে রাজকুমার-পত্রলেখার বিয়ের ভিডিও দেখে আবেগে ভাসলেন নেটিজেনরা
যে কারণে রাজকুমার-পত্রলেখার বিয়ের ভিডিও দেখে আবেগে ভাসলেন নেটিজেনরা

১১ বছরের প্রেমের পর চণ্ডীগড়ে রাজকীয়ভাবে বিয়ে সেরেছেন বলিউডের তারকা দম্পতি রাজকুমার রাও এবং পত্রলেখা। চণ্ডীগড়ের বিলাসবহুল ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে বসেছিল তাদের বিয়ের আসর। বিয়ের পর রিসোর্টের ভেতরের ছবি একে একে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এবার বিয়ের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তারকা দম্পতি।
রোববার ইনস্টাগ্রামে পোস্ট হওয়া সেই ভিডিও দেখে আপ্লুত হয়েছেন নেটিজেনরা। ভিডিওতে ধরা পড়েছে রাজকুমার-পত্রলেখারা ভালোবাসার গল্প। বিয়ের মণ্ডপে ঢোকা থেকে মালা বদল-খুনসুটি, একে-অপরকে সিঁদুর পরিয়ে দেওয়া- সব কিছুই উঠে এসেছে ওই ভিডিওতে। ভিডিওর শেষে পত্রলেখার কপালে সিঁদুর দেওয়ার পর, রাজকুমারের কপালেও সিঁদুর পরিয়ে দিয়েছেন তার সদ্য বিবাহিত স্ত্রী। আর এই দৃশ্য মন ছুঁয়ে গেছে নেটিজেনের।
ভিডিওর এক পর্যায়ে রাজকুমার বলেন, 'সত্যি কথা বলতে, আমাদের সম্পর্ক দেখতে দেখতে দশ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু আজও আমার মনে হয়, এই তো সবে আমরা ডেটিং করা শুরু করলাম। আমরা একে অপরের সঙ্গে থাকতে খুবই ভালোবাসি। আমরা একে অপরকে নিজেদের আত্মার সঙ্গীও বলে থাকি। আর এটা আমি নিজেও খুব বিশ্বাস করি। পত্রলেখার সঙ্গে আমার আত্মার সম্পর্ক। অনেক অনেক ধন্যবাদ আমার স্ত্রী হওয়ার জন্য।'
পত্রলেখাকেও বলতে শোনা যায়, 'রাজ, এগারো বছর হয়ে গেছে আমরা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছি। কিন্তু আমি অনুভব করি, তোমার সঙ্গে আমার সম্পর্ক সারা জীবনের। আর এটা শুধু এক জীবনের জন্য যেন নয়। অনেক অনেক জীবন ধরে আমরা একে অপরের সঙ্গী হয়ে আছি'।
মন্তব্য করুন