মানিকগঞ্জের সিঙ্গাইরের ধল্লা গ্রামে বালুতে পড়ে লুটোপুটি খাচ্ছেন বলিউডের ছবি 'গজিনি'খ্যাত ভিলেন প্রদীপ রাওয়াত। মার খেয়ে রক্তাক্ত অবস্থায় নিজের লোকেদের নির্দেশ দিচ্ছেন অনন্ত-বর্ষাকে আক্রমণ করতে।

গত ২০ নভেম্বর থেকে বাংলাদেশে শুটিং করছেন এই তামিল অভিনেতা। অনন্ত জলিল প্রযোজিত 'নেত্রী - দ্য লিডার' ছবির মূল খলনায়কের ভূমিকায় আছেন তিনি। শুটিংয়ের ফাঁকে তিনি জানালেন, 'বাংলাদেশে কাজ করতে দারুণ লাগছে। ভাষা ছাড়া কাজের মধ্যে কোনো ফারাক পাচ্ছি না। উন্নত টেকনিশিয়ান, উন্নত ক্যামেরা। লোকেশনও আমাদের বলিউড ও তামিল ইন্ডাস্ট্রির মতোই।'

সিনেমাটি পরিচালনা করছেন তামিল পরিচালক উপেন্দ্র মাধব ও অনন্ত। পাশাপাশি অনন্ত জলিল অভিনয়ও করছেন। ছবিতে নেত্রীর দেহরক্ষীর চরিত্রে অভিনয় করছেন তিনি।

শুটিংয়ের ফাঁকে প্রদীপ রাওয়াত - সমকাল

এর আগে সিনেমাটির প্রথম লটের শুটিং হয় বাংলাদেশের সিলেট ও ভারতের হায়দরাবাদে। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি।

বাংলাদেশ থেকে অনন্ত জলিলের প্রযোজনা সংস্থা মনসন ফিল্ম ছবিটি প্রযোজনা করছে। অনন্ত ও বর্ষা ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কাজী হায়াত, দক্ষিণ ভারতের তিন অভিনেতা- রবি কিষাণ, প্রদীপ রাওয়াত ও কবির দুহান সিং।