চাকুরিজীবী রায়হান অবৈধ অর্থে বিত্তবান হলেও সংসারে অসুখী। নিঃসন্তান হওয়ায় তার মনে হতাশা আর যন্ত্রণা বাসা বেঁধে থাকে সবসময়। তার স্ত্রী রীতা সন্তানহীনতার কারণে এবং স্বামীর অবহেলায় মানসিকভাবে বিপর্যস্থ। সন্তান না হওয়ার তার ওপর দোষ চাপিয়ে শাশুড়িও তাকে নানানভাবে বিদ্রুপ করে। একপর্যাযে রীতার শাশুড়ি ছেলেকে আবার বিয়ে দেবেন বলে মনস্থির করেন। এমন সময়ে গল্প মোড় নেয় অন্যদিকে। 

নিঃসন্তান মায়ের বেদনাগাঁথা এমন গল্প নিয়ে নির্মিত নাটক ‘চার দেয়ালের মধ্যখানে’। পার্থ সারথী দাসের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। বিভিন্ন চরিত্রে এতে  অভিনয় করেছেন দিলারা জামান, আহসান হাবীব নাসিম, সুষমা সরকার, রিমু রোজা, মোস্তাফিজুর রহমান, গাজী রোকন এবং শিশুশিল্পী ফাইজা।

আগামী কাল (২৭ নভেম্বর)   রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে নাটকটি।