- বিনোদন
- ক্যাটরিনার বিয়ের মেহেদির দাম লাখ রুপি!
ক্যাটরিনার বিয়ের মেহেদির দাম লাখ রুপি!

ক্যাটরিনা কাইফ
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে নিয়ে প্রায়ই নতুন নতুন তথ্য আসছে। এবার জানা গেলো, ক্যাটরিনার মেহেদির দাম।
বিয়েতে এক বিশেষ ধরনের মেহেদি পরবেন ক্যাটরিনা। যাতে জ্বলজ্বল করবে ভিকির নাম। জানা গেছে, সেই মেহেদির দাম এক লাখ রুপি!
শোনা যাচ্ছে, বিয়েতে রাজস্থানের যোধপুরের পালি অঞ্চলে তৈরি হয় বিশেষ সোজা মেহেদি। গুণগত মানের জন্য এটি সারা বিশ্বে প্রসিদ্ধ। এতে কোনো রাসায়নিক পদার্থ থাকে না। এই মেহেদি ভেষজ প্রক্রিয়ায় স্থানীয় মেয়েরা হাতে তৈরি করে। এর দাম ১ লাখ রুপি।
যদিও এই মেহেদি ক্যাটরিনা উপহার হিসেবেই পাচ্ছেন। ইতোমধ্যে এর স্যাম্পল নাকি ক্যাটরিনার কাছে পাঠানো হয়েছে। তিনিও এটি বেশ পছন্দও করেছেন। ইতোমধ্যে বিয়ের আয়োজন শুরু হয়েছে। বিয়েতে ‘র সিল্ক’ পরবেন বলে ঠিক করেছেন ক্যাটরিনা। এই অভিনেত্রীর বিয়ের পোশাকটি ডিজাইন করছেন প্রসিদ্ধ ফ্যাশন ডিজাইনার সব্যসাচী।
শোনা যাচ্ছে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই আইনি বিয়ে সারবেন ‘ভিক্যাট’। তার পরে রাজস্থানের বিলাসবহুল প্রাসাদে মহা ধুমধামে হবে আনুষ্ঠানিক বিয়ের উদ্যাপন। উপস্থিত থাকবেন সিদ্ধার্থ মলহোত্রা, কিয়ারা আদভানী, বরুণ ধাওয়ানের মতো তারকারা। সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন