- বিনোদন
- মহেশ বাবুর সঙ্গে থাকছেন না পূজা, আসছেন রাশ্মিকা
মহেশ বাবুর সঙ্গে থাকছেন না পূজা, আসছেন রাশ্মিকা

রাশ্মিকা মান্দানা,মহেশ বাবু ও পূজা হেগড়ে
ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত একটি সিনেমায় দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে জুটি বাঁধার কথা ছিল পূজা হেগড়ের। ফলে মহেশ ভক্তরা এ জুটির প্রচারণাও শুরু করেছিলেন সামাজিক যোযোগাযোগ মাধ্যমে। অবশেষে জানা গেলো ছবিটি করছেন না পূজা হেগড়ে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত ওই ছবিটিতে পূজা মূলত শিডিউল জটিলতার কারণে করতে পারছেন না। ছবিটিতে পূজার স্থলে আসতে পারে রাশমিকা মান্দানা।
বর্তমানে পূজার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন অখিল আক্কিনেনি। প্রভাসের সঙ্গে ‘রাধে শ্যাম’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া সালমান খানের বিপরীতে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, রণবীর সিংয়ের সঙ্গে ‘সার্কাস’এবং রাম চরণের সঙ্গে ‘আচার্য’ সিনেমায় রোমান্স করবেন এই অভিনেত্রী। থালাপতি বিজয়ের সঙ্গে ‘বিস্ট’ সিনেমাতেও তিনি অভিনয় করছেন।
এতো সব ছবির ব্যস্ততার ভিড়ে মহেশবাবুর ছবি ছাড়তে হচ্ছে তাকে।
মন্তব্য করুন