- বিনোদন
- ওমিক্রন: ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠান থেকে বাদ পড়বেন অনেকে
ওমিক্রন: ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠান থেকে বাদ পড়বেন অনেকে

ক্যাটরিনা-ভিকি
আর মাত্র কয়েকদিন। ইতোমধ্যেই তোড়জোড় শুরু। কিন্তু ক্যাটরিনা-ভিকির বিয়ের আনন্দে বাধ সাধছে করোনাভাইরাসের নতুন ধরন 'ওমিক্রন'। শোনা যাচ্ছে, করোনার এই নতুন ধরনের আতঙ্কে অতিথি তালিকায় বেশ কিছু নাম ছাঁটাই করতে হয়েছে তাদের। বেশি সংখ্যক মানুষের জমায়েত এড়াতেই এই পদক্ষেপ তারকা জুটির।
গত ২৪ নভেম্বর করোনার এই নতুন ধরন ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে। বিশ্বের বেশ কয়েকটি দেশে ইতোমধ্যেই করোনার এই ধরনটি ছড়িয়ে পড়েছে। ‘ভিক্যাট’-এর সহকারীরা এ বিষয়টি নিয়ে চিন্তিত। তাদের পরামর্শেই অতিথি তালিকা ছোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার
এই তারকা জুটির ঘনিষ্ঠ একজন সংবাদমাধ্যমকে বলেছেন, ওরা কোনো ঝুঁকি নিতে চাইছেন না। অতিথি তালিকায় ভিকি-ক্যাটরিনা ওদের সহ-অভিনেতা, পরিচালক, প্রযোজক-সবাইকে আমন্ত্রণ জানাবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু এবার নতুন করে ভাবা হচ্ছে।
আগামী ৯ ডিসেম্বর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে জয়পুরে। শোনা যাচ্ছে, সেখানে উপস্থিত থাকবেন বরুণ ধাওয়ান, কবীর খান, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি। দুই তারকার সঙ্গীতানুষ্ঠানে নাচ শেখানোর দায়িত্ব পড়েছে কর্ণ জোহর এবং ফারহা খানের উপর। কিন্তু এসবের আগে আইনি বিয়ে সারবেন ভিকি-ক্যাটরিনা।
মন্তব্য করুন