আরিফিন শুভ অভিনীত 'মিশন এক্সট্রিম' দেখার আহ্বান জানালেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। শাকিব বলেন, 'নিউইয়র্কে মিশন এক্সট্রিম সিনেমা চলছে, আপনারা সবাই অবশ্যই দেখবেন।'

তিনি আরও বলেন, 'আমি সবসময়ই চাই- শুধু আমি কেন, যারাই চেষ্টা করেছেন বাংলাদেশের সিনেমা, বাংলাদেশকে কাজের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরতে; আমরা সবসময় তাদের সবাইকে সাপোর্ট করি।'

রোববার ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা নায়ক হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন শাকিব খান। দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় এ পুরস্কারের আসরে উঠে সবাইকে সালাম দিয়েই শাকিব বলেন, ‘এখন তো আমাদের সিনেমা ঢালাও করে আমেরিকায় রিলিজ হচ্ছে, অস্ট্রেলিয়ায় রিলিজ হচ্ছে, বড় বড় সব মহাদেশে রিলিজ হচ্ছে। আপনাদের এখানেও একটি সিনেমা রিলিজ হয়েছে। আই হোপ, সেদিন আর বেশি দূরে নয় যে, আমরা এখান থেকে কেউ কল দিলে রিসিভড করে বলবো যে, নিউইয়র্কের সেল কেমন? টরেন্টোর কি অবস্থা? জ্যাকসন হাইটের কি অবস্থা?'

এ সময় শাকিব খান বলেন,  ‘আমেরিকায় আসি আসি করে অবশ্য বহুদিন পার হয়ে গেল। এটলিস্ট ফাইনালি অ্যাওয়ার্ডটাও হাতে পেলাম। আমার স্পেশালি খুব ভালো লেগেছে। যখন শুনেছি ১৯ বছরের মেলা, ১৯তম মেলা, আমেরিকার মতো এমন একটা দেশে ঢালিউড অ্যাওয়ার্ড। বাংলা সিনেমার নামের ওপর একটা অ্যাওয়ার্ড ১৯ বছর ধরে চলছে, এটা সত্যি আমার জন্য বা আপনাদের জন্য, আমাদের চলচ্চিত্রের মানুষের জন্য এবং সব বাংলাদেশের মানুষের জন্য তো দারুণ একটি ব্যাপার।’

একপর্যায়ে শাকিব খানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন আয়োজকরা। তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমরা এখানে সিনেমা করতে যাচ্ছি। খুব ভালো পরিকল্পনা রয়েছে আমাদের। আশা করছি, আগামী রোজার ঈদ আপনাদের সঙ্গে কাটাবো। এখানে সিনেমা রিলিজ করে আপনাদের সঙ্গে রোজার ঈদ উদযাপন করবো ইনশাল্লাহ।’

বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তিতে ‘মিশন এক্সট্রিম’ দেশের সর্বোচ্চ সংখ্যক ৫০ হলে মুক্তি পায়। একইসঙ্গে মুক্তি পায় বিশ্বের অন্যান্য ৫টি দেশে। 

এই সিনেমায় আরফিন শুভ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন- তাসকিন রহমান,  ঐশী, সাদিয়া নাবিলা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমানসহ অনেকে।

মুক্তির প্রথম দিন থেকেই রাজধানীর বিভিন্ন হল ঘুরে দেখছেন আরিফিন শুভ, ঐশী সহ নির্মাতা ও কলাকুশলীরা। সবখানেই শুভকে ঘিরে ধরতে দেখা গেছে দর্শক অনুরাগীদের।