ভারতের নাগাল্যান্ড রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে এক জওয়ানসহ ১৪ বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। 

নাগাল্যান্ডের মন জেলায় এ ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাঁচজনের বেশি একসঙ্গে জমায়েত এবং অত্যাবশ্যকীয় নয় এমন সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। খবর এনডিটিভির

ঘটনা তদন্তে পাঁচ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে নাগাল্যান্ড সরকার। হত্যা মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

এলাকাবাসীর দাবি, বিদ্রোহী ভেবে সাধারণ শ্রমিকদের উপর গুলি চালানো হয়েছে। এতে আটজন মারা যান।  স্থানীয় গ্রামবাসীর দাবি নিহতরা নির্দোষ। প্রতিদিনের মতো তিরু থেকে কাজ শেষে পিকআপ ভ্যানে করে ফিরছিলেন তারা। সেখানে কয়লা ক্ষেত্রে কাজ করতেন তারা।

এই ঘটনার প্রতিবাদে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘিরে ফেলে উত্তেজিত জনতা। বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। আত্মরক্ষার্থে অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা আবারও গুলি চালায়। দুই পক্ষের সংঘাতে পাঁচ গ্রামবাসী ও এক জওয়ান নিহত হয়।