- বিনোদন
- ঢাবির শতবর্ষ আয়োজনে গাইবেন জেমস
ঢাবির শতবর্ষ আয়োজনে গাইবেন জেমস

জেমস
বেশ কিছুদিন আগে মঞ্চে ফিরেছেন নন্দিত শিল্পী জেমস। এবার এই রকতারকা অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কনাসার্টে। ১২ ডিসেম্বর এ আয়োজনের পঞ্চম দিন মঞ্চ উঠবেন তিনি। দর্শকে শোনাবেন তার জনপ্রিয় কিছু গান। কনসার্টের আয়োজন করেছে, বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস 'নগদ'।
আয়োজকরা জানান, জেমস জানান, জেমস ও তার ব্যান্ড নগর বাউল ছাড়াও এ আয়োজন পারফর্ম করবে ব্যান্ড ওয়ারফেজ, সহজিয়া, মেঘদল, কষ্ণপক্ষ, ইন্ট্রোয়েট, তীরন্দাজ ও কণ্ঠশিল্পী মেহরীনসহ দেশের নামী আর কিছু শিল্পী ও ব্যান্ড। এর অংশ হিসেবে আজ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রতিটি শিক্ষার্থীর জন্য শতবর্ষের স্মারক হিসেবে প্রায় ৪৫ হাজার রিস্টস্টব্যান্ড উপহার দেওয়া হয়েছে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিস্টব্যান্ডগুলো উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের কাছে হস্তান্তর করেছেন। জেমস বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক এই ক্ষণ এবং স্বাধীনতার এই সূবর্ণ সময়ে গানে গানে শ্রোতার পাশে থাকব- এই ভেবে ভালো লাগছে। আশা করছি, এ আয়োজন সবার প্রত্যাশা পূরণ করবে।'
মন্তব্য করুন