- বিনোদন
- ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’
ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’
ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’
Posted by Samakal on Sunday, December 19, 2021
আগামী ৩০ ডিসেম্বর ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’। ছবিটি প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৭৪তম কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়।
রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনে ওটিটি প্লাটফর্ম চরকিতে ছবিটি মুক্তির বিষয়টি জানানো হয়। আগামী ৩০ ডিসেম্বর রাত ৮টায় চরকিতে মুক্তি পাবে ছবিটি।
বিদেশের বিভিন্ন উৎসবে সম্মাননা পাওয়া 'রেহানা মরিয়ম নূর' গত ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।
সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে। সেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক।
এক সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে তিনি এমন এক ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাকে প্রতিবাদী করে তোলে। এক ছাত্রীর পক্ষ নিয়ে সহকর্মী শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হন রেহানা। একই সময়ে তার ছয় বছরের মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায়বিচার খুঁজতে থাকেন।
‘রেহানা মরিয়ম নূর’-এর চিত্রনাট্য ও সম্পাদনা করেন পরিচালক সাদ নিজেই। বাঁধন ছাড়া অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক ও সাবেরী আলম।
মন্তব্য করুন