- বিনোদন
- ছবিটি বাপ-বেটাকে কাঁদিয়ে ছেড়েছে
ছবিটি বাপ-বেটাকে কাঁদিয়ে ছেড়েছে

পিতা-পুত্র কাঁদলেন ‘মৃধা বনাম মৃধা’ ছবিটি দেখে। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত ছবিটি। মুক্তির আগে সোমবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে অনুষ্ঠিত হয় এর বিশেষ প্রদর্শনী। আমন্ত্রিতদের সঙ্গে বসে ‘মৃধা বনাম মৃধা’ উপভোগ করেন চিত্রনায়ক সিয়ামের বাবা নাসির আহমেদ। ছিলেন সিয়ামের মা মাহমুদা বেগম এবং স্ত্রী অবন্তীও।
প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার সময় প্রবীণ অভিনেতা তারিক আনাম খানকে জড়িয়ে ধরেন তরুণ অভিনেতা সিয়াম আহমেদ। আবেগী হয়ে তারিক আনামের কাঁধে মাধা রেখে অঝোরে কেঁদে ফেলেন সিয়াম। তাকে শান্তনা দেন তারিক আনাম খান।
পরিবার, পিতাপুত্র ও পুত্রবধুর সম্পর্কের সমীকরণ, আবেগ, দ্বন্দ্ব নিয়ে নির্মিত ‘মৃধা বনাম মৃধা’ উপভোগ করে কাঁদতে কাঁদতে হল থেকে বের হন দর্শক। ছবিটিতে অভিনেতা তারিক আনাম খান বারবার অভিনয় সমৃদ্ধ কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেই সঙ্গে সিয়ামও অভিনয় দিয়ে দর্শককে দারুণভাবে মুগ্ধ করেছেন। প্রথম সিনেমাতেই নোভা রীতিমত সবাইকে অবাক করেছন।
সিনেমাটি প্রিমিয়ারে সিয়ামের বাবা নাসির আহমেদ নিজেও মুগ্ধ হন সন্তানের এমন কাজে। বিশেষ প্রদর্শনী শেষে চোখ মুছতে মুছতে নাসির আহমেদ বলেন, সিয়াম ১০০ এর মধ্যে ২০০ নাম্বার পাওয়ার মতো অভিনয় করেছে। সে সামাজিক ও পারিবারিক গল্পের এই সিনেমায় সাবলীলভাবে অভিনয় করেছে। সিয়াম ছাড়াও তারিক আনাম সাহেব, নোভাও খুব ভালো অভিনয় করেছে। সকল দর্শকদের এমন ভালো সিনেমা দেখা উচিত।
সিয়ামের বাবা নাসির আহমেদ বলেন, একটি প্রয়াস তখনই সুন্দর ও সার্থক হয় যখন সেটা সমাজ ও সমাজস্থ মানুষের কথা বলে। সিনেমাটি দেখার সময় অনেকে কেঁদেছে। আমি নিজেও কেঁদেছি। টিস্যু দিয়ে কয়েকবার চোখ মুছেছি। বিশেষ করে সিনেমার শেষে যখন বাবা ছেলে কাঠগড়ায় মুখোমুখি হন সেই দৃশ্যটা সবচেয়ে মনে ধরেছে। এটা এমন এক গল্পের সিনেমা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও কান্না থামাতে পারিনি। আবেগ চলে এসেছে।
‘মৃধা বনাম মৃধা’ পরিচালনা করেন রনি ভৌমিক। ২৪ ডিসেম্বর দেশের ৪৪ টি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
মন্তব্য করুন