- বিনোদন
- শিল্পীজীবনে শেখার কোনো শেষ নেই: বাবু
শিল্পীজীবনে শেখার কোনো শেষ নেই: বাবু

ফজলুর রহমান বাবু- ফাইল ছবি
ফজলুর রহমান বাবু। নন্দিত অভিনেতা ও কণ্ঠশিল্পী। নাটক, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হয় তার সঙ্গে-
কাছাকাছি সময়ে 'নোনা জলের কাব্য', 'ঢাকা ড্রিম' ও 'খাঁচার ভেতর অচিন পাখি' তিনটি ছবি মুক্তি পেল। ছবিগুলো নিয়ে দর্শক প্রতিক্রিয়া কেমন?
দর্শক মন্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে, তিনটি ছবিই তাদের মনে ছাপ ফেলেছে। ছবিগুলোয় নানা শ্রেণির মানুষের জীবনের চলমান চিত্র তুলে ধরা হয়েছে। তাই প্রতিটি চরিত্র ও তাদের জীবন সংগ্রাম, আশা-আকাঙ্ক্ষা সবকিছুতেই আছে চেনা-জানা মানুষের ছায়া। তা ছাড়া নির্মাতারাও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন করে দেখানোর চেষ্টা করেছেন। দর্শক মনে ছাপ ফেলার এটাই বড় কারণ।
এ বছর আপনাকে নাটকের চেয়ে চলচ্চিত্রের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে। অভিনয়ের বিষয়ে এখন কি চলচ্চিত্রকে প্রাধান্য দিচ্ছেন?
এখন সিনেমায় বেশি কাজ করব, নাটকে আগের মতো সময় দেব না- এমন কোনো ভাবনা কাজ করছি, তা নয়। অভিনয়েই গুরুত্ব দিয়েছি সবসময়, সেটা যে মাধ্যমেই হোক না কেন। এ বছর একসঙ্গে বেশ কিছু ভালো সিনেমায় কাজের সুযোগ হয়েছে, তাই অভিনয় করেছি। এর বেশি কিছু নয়।
'বঙ্গবন্ধু' ছবিতে অভিনয় করছেন। এই ছবিতে কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই...
'বঙ্গবন্ধু' আমার অভিনয় জীবনের ভিন্নধর্মী একটি কাজ। এই ছবিতে কাজ করতে গিয়ে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে, শিল্পীজীবনে শেখার কোনো শেষ নেই। পরিচালক শ্যাম বেনেগাল শুধু নির্মাণেই নয়, শিল্পীদের সুশৃঙ্খলভাবে কাজ করার মন্ত্রও শিখিয়েছেন। সাহস জুগিয়েছেন যে কোনো চরিত্রে চ্যালেঞ্জ নিয়ে কাজ করার। তাই খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতাও ছিল, আগের কাজগুলো থেকে অনেকটা আলাদা।
এখন নতুন কী কাজ নিয়ে ব্যস্ত আছেন?
এর মধ্যে 'রাত জাগা ফুল', 'জ্বলে জ্বলে', 'টুঙ্গীপাড়ার দুঃসাহসী খোকা', 'পাপ পূর্ণ' ছবিগুলোর পাশাপাশি বেশ কিছু নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করেছি। আপাতত হাতের কাজগুলো নিয়ে ব্যস্ত সময় কাটছে।
এর মধ্যে নতুন কোনো গান রেকর্ড করেছেন?
না। কোনো সুরকার বা সংগীতায়োজকরা প্রস্তাব দিলে গান গাই। কারণ পেশাদার কণ্ঠশিল্পী বলতে যা বোঝায়, আমি তা নই। এটা ঠিক যে, মঞ্চ থেকেই গানের চর্চা শুরু হয়েছিল। থিয়েটারে কাজের সূত্রে এতদিন গান করেছি। কিন্তু 'মনপুরা' ছবিতে প্লেব্যাকের পর থেকে এখন নানা মাধ্যমে গাইতে হচ্ছে।
মন্তব্য করুন