বরেণ্য অভিনেতা ও প্রযোজক সোহেল রানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার ছোট ভাই চিত্রনায়ক রুবেল।

রুবেল বলেন, কয়েক দিন ধরে কাশিতে ভুগছিলেন তিনি। এরপর আরও অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ভর্তির পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে মাঝেমধ্যে অক্সিজেন সাপোর্ট লাগছে। তার রক্ত পরীক্ষা করা হবে। এরপর জানা যাবে, কতটা সংক্রমিত হয়েছেন তিনি।

ঢাকাই ছবির ড্যাশিং হিরো খ্যাত সোহেল রানা একজন মুক্তিযোদ্ধা। তার পারিবারিক নাম মাসুদ পারভেজ। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র 'ওরা ১১ জন'-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রে আসেন তিনি। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন 'মাসুদ রানা' সিনেমার মাধ্যমে। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র 'মাসুদ রানা'র একটি গল্প অবলম্বনে এটি নির্মিত হয়েছিল। এরপর অসংখ্য সিনেমা তিনি উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে অবদান রাখায় ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা দেয় সরকার। দীর্ঘদিন অভিনয়ে নেই এই বরেণ্য অভিনেতা। করোনার মহামারির আগে থেকেই বাসায় অবস্থান করছেন স্বেচ্ছায়। গত দুই বছর বিশেষ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হননি। ইবাদত বন্দেগিতে সময় কাটছিল তার।