পুরস্কারের লাখ টাকা ক্যান্সার আক্রান্ত শিল্পীকে দিলেন রওনক
আফরোজা হোসেন ও রওনক হাসান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩ | ১৯:২৩ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩ | ১৯:৩০
অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের কুইজ অনুষ্ঠানে অংশ নিয়ে এক লাখ টাকা পুরস্কার পেয়েছেন তিনি। সেই টাকার পুরোটাই তিনি চিকিৎসার জন্য সহশিল্পীকে দিয়েছেন।
অভিনেত্রী আফরোজা হোসেন জরায়ু ক্যান্সারে আক্রান্ত। ব্যয়বহুল চিকিৎসা খরচ। তাই মানবিকতার পরিচয় দিয়ে রওনক হাসান তার অর্জিত টাকা দিয়ে দিলেন।
রওনক গণমাধ্যমকে বলেন, টেলিভিশন অনুষ্ঠানের কুইজে জিতে এই টাকা আমাদের প্রিয় সহশিল্পী ক্যান্সারে আক্রান্ত আফরোজা আপার হাতে তুলে দিতে পেরে ভীষণ ভালো লাগছে। ভারতে চিকিৎসা নিচ্ছেন আফরোজা আপা। সবাই প্রার্থনা করবেন উনার জন্য। আমরা সবাই এক পরিবার।’
গতবছর জরায়ুমুখের ক্যানসার ধরা পড়ে অভিনেত্রী আফরোজা হোসেনের। শুরুতে দেশেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য মুম্বাই নেয়া হয়েছে। ব্যয়বহুল এই চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছিল আফরোজার পরিবার।