সালমা। তারকা কণ্ঠশিল্পী। স্টেজ শোর পাশাপাশি নতুন গানের আয়োজন নিয়ে কাটছে তার ব্যস্ত সময়। পাশাপাশি অডিও-ভিডিও প্রযোজনাও করছেন। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য বিষয়ে কথা হয় তার সঙ্গে-

ক'দিন আগেও দেখা গেল, একের পর এক গান রেকর্ড করে চলেছেন। হঠাৎ গান রেকর্ডিংয়ে বিরতি নিলেন-

স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় আপাতত নতুন গানের প্রকাশ নিয়ে ভাবছি না। গত বছর স্টেজ শো না থাকায় গান তৈরি আর রেকর্ডিং নিয়েই ব্যস্ত ছিলাম। টানা দুই বছর সেভাবে কোনো স্টেজ শো হয়নি। টিভি লাইভ কনসার্ট ছিল খুব কম। এমন অবস্থায় পেশাদার শিল্পী ও মিউজিশিয়ানরা কীভাবে দিন কাটিয়েছেন, তা বলে বোঝানো যাবে না। এমন পরিস্থিতিতে একটা পথই খোলা ছিল- নতুন গান প্রকাশের মধ্য দিয়ে টিকে থাকা। এ জন্যই গত বছর একের পর এক গান রেকর্ড ও প্রকাশ করেছি, যাতে মিউজিশিয়ান ও প্রকাশকরা এই দুঃসময়ে টিকে থাকতে পারেন। তাই স্টেজ শো শুরু হওয়ায় গান রেকর্ডিংয়ে একটা বিরতি নিয়েছি।

স্টেজ শোতে দর্শকের প্রতিক্রিয়া কেমন?

অনেক দিনের খরার পর যখন বৃষ্টি নামে, তখন সবাই যেমন উল্লাসে ফেটে পড়ে; তেমন দৃশ্যই চোখে পড়েছে স্টেজে উঠে। আমরা যারা শিল্পী, তারা বেশিরভাগ সময় মঞ্চকে মিস করেছি। মনে হয়েছে, কী যেন জীবন থেকে হারিয়ে গেছে! তাই দীর্ঘ বিরতির পর মঞ্চে উঠে মনে হয়েছে, প্রাণ ফিরে পেয়েছি। মঞ্চই শিল্পীদের প্রাণের অস্তিত্ব।


সর্বশেষ প্রকাশিত গানগুলো নিয়ে শ্রোতাদের কাছে কেমন সাড়া পেয়েছেন?

শ্রোতারা সবসময় নতুন কিছু চান। তাই যখনই কোনো নতুন গান প্রকাশ করেছি, শ্রোতারা তা শুনেছেন এবং মতামত জানিয়েছের। তাই সর্বশেষ যে গানগুলো প্রকাশ করেছি, তার মধ্যে 'নয়া দামান', 'পরানের পরান তুই', 'জীবন হইল বাতিল', 'আমার বুকে শেল মারিয়া', 'ভালোবাসি', 'কৃষ্ণ বলো রাধা বলো', 'রাধার কুঞ্জে' গানগুলো অনেকের ভালো লেগেছে বলে জানিয়েছেন।

শিল্পী-জীবনের শুরু থেকেই লোকগানকে প্রাধান্য দিয়ে আসছেন। অন্যান্য ঘরানার গান গাওয়ার বিষয়ে কখনও ভাবেন?

আমার গানের যারা শ্রোতা, তারা আমার কণ্ঠে লোকগানই বেশি শুনতে চান। তবে অন্যান্য ঘরানার গান গাইছি না বা গাইব না, তা বলিনি। আমি তো টেকনোসহ বেশ কিছু আধুনিক ও রিদমিক সংগীতেও গান গেয়েছি। কখন কী গাইব, এটা নির্ভর করে সময়ের চাহিদা বুঝে। কিন্তু এ কথাও সত্য, লোকগান আমার আত্মার খোরাক। তাই যতদিন গাইতে পারব, লোকগান গেয়ে যাব।

গান গাওয়ার পাশাপাশি প্রযোজনাও করছেন। প্রযোজক হিসেবে আপনার পরিকল্পনার কথা জানতে চাই...

শিল্পী হিসেবে আমি যেমন ভালো কিছু গান গাইতে চাই, তেমনি প্রযোজক হিসেবেও চাই ভালো কিছু শ্রোতার কাছে তুলে ধরতে। শুধু বাণিজ্যিক চিন্তা থেকেই গানের প্রযোজনা বা প্রকাশনা শুরু করিনি। ভালো গানের প্রসারে আমার পক্ষে যতটুকু সম্ভব, ততটুকু করে যাব।