- বিনোদন
- কারাগারে কাগজের ঠোঙা বানাতেন সঞ্জয় , প্রতিটির জন্য পেতেন ২০ পয়সা
কারাগারে কাগজের ঠোঙা বানাতেন সঞ্জয় , প্রতিটির জন্য পেতেন ২০ পয়সা

বেআইনি অস্ত্র রাখার দায়ে এক সময় জেল খেটেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। কারাগারে থাকাকালীন কাগজের ঠোঙা তৈরির কাজ দেওয়া হয় সঞ্জয় দত্তকে। এ কাজ করে তিনি আয় করেন পাঁচশ রুপি। সম্প্রতি এক টিভি শোতে এসে নিজেই এই গল্প বলেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৩ সালের এক মামলায় বেআইনিভাবে নিজের কাছে অস্ত্র রাখার অভিযোগ ছিল সঞ্জয়ের বিরুদ্ধে। ২০০৭ সালে আদালত সেই অপরাধে তাকে কারাদণ্ড দেয়। সুপ্রিম কোর্ট সেই রায়ই বহাল রাখে। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত পুণের ইয়েরওয়াড়া কারাগারে কেটেছে সঞ্জয় দত্তের।
বন্দি জীবনেই সঞ্জয়কে কাগজের ঠোঙা তৈরির কাজ দেন কারাগার কর্তৃপক্ষ। প্রতিটি ঠোঙা তৈরির জন্য তিনি পেতেন ২০ পয়সা। প্রতিদিন প্রায় ৫০ থেকে ১০০টি ঠোঙা তৈরি করতেন এক সময়ের নামি এই অভিনেতা। টিভির ওই অনুষ্ঠানে সঞ্জয় জানান, প্রায় সাড়ে তিন বছরের জেল-জীবনে ঠোঙা তৈরি করেই তিনি রোজগার করেছিলেন প্রায় ৫০০ রুপি। ২০১৬ সালে জেল থেকে ছাড়া পেয়ে সেই টাকা স্ত্রী মান্যতার হাতে তুলে দেন তিনি। সঞ্জয় বলেন, 'প্রতিজ্ঞা করেছিলাম, কারাগারের কঠিন দিনগুলো ইতিবাচক মন নিয়ে কাটাব। ওই পাঁচশ রুপির মূল্য আমার কাছে পাঁচ হাজার কোটি টাকার সমান'!
২০১৬ সালে নতুন করে বলিউডে কাজ শুরু করেন ‘মুন্নাভাই’। এরই মধ্যে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। এ বছরও তার হাতে রয়েছে চারটি ছবি।
মন্তব্য করুন