- বিনোদন
- কানাডার কিউবেকে টিকা না নিলে গুণতে হবে মাশুল
কানাডার কিউবেকে টিকা না নিলে গুণতে হবে মাশুল

কানাডার কিউবেক প্রদেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা না নিলে অধিবাসীদের স্বাস্থ্য মাশুল গুণতে হবে জানিয়েছে কর্তৃপক্ষ।
কানাডার এই প্রদেশটিতে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। ওমিক্রন সংক্রমণেও পর্যুদস্ত হয়েছে প্রদেশটি।
সংক্রমণ পরিস্থিতি যখন ক্রমাবনতির দিকে তখন কিউবেকের প্রিমিয়ার ফ্রাঁসোয়া লেগল্ট ঘোষণা দিয়েছেন, কেউ টিকা না নিয়ে থাকলে তাকে জরিমানা করবে দেশটির সরকার।
কানাডার স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কিউবেকের মাত্র ১২ দশমিক ৮ শতাংশ মানুষ এখনও টিকা নেননি। কিন্তু এই টিকা না নেওয়া অধিবাসীরাই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। প্রদেশটির হাসপাতালগুলোর করোনা শয্যার অধিকাংশই এখন তাদের দখলে।
অন্যদিকে আরেকটি তথ্য বলছে, গত ১ জানুয়ারি পর্যন্ত কিউবেকের ৮৫ শতাংশ মানুষ করোনা টিকার প্রথম ডোজটি নিয়েছেন কেবল।
ফ্রাঁসোয়া লেগল্ট গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, কিউবেকের অধিবাসীদের মধ্যে কেউ যদি টিকা না নিয়ে থাকেন, তবে তাকে কিছু অর্থ দিতেই হবে সরকারি কোষাগারে।
তবে এই জরিমানার অর্থ কত হতে পারে তা খোলাসা করে বলেননি ফ্রাঁসোয়া লেগল্ট। স্রেফ বলেছেন, এটা খুব ‘বিশেষ কিছু’ হবে।
তিনি বলেন, ‘৯০ শতাংশেরও বেশি মানুষ যারা কষ্ট স্বীকার করে করোনার টিকা নিয়েছেন, তাদের সুবিধার জন্য আমাদের কিছু না কিছু তো করতেই হবে। যারা টিকা নেননি, তাদের জন্য আমরা যথাযথ ব্যবস্থাই নিতে চলেছি।’
গত সপ্তাহে কিউবেক প্রশাসন ঘোষণা দিয়েছে, মাদকদ্রব্য বা মদের দোকানে কেনাকাটা করতে গেলে টিকার সনদ দেখাতে হবে।
করোনার সংক্রমণ ঠেকাতে প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করেছে কিউবেক প্রশাসন।
গত মঙ্গলবার পর্যন্ত কিউবেকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ হাজার ২৮ জন বাসিন্দা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার প্রদেশটিতে ৬২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বছর জানুয়ারিতে দেশব্যাপী টিকাদান কর্মসূচি সম্প্রসারিত হওয়ার আগে করোনায় আক্রান্ত হওয়ায় এমন উচ্চহার দেখেছিল কিউবেক।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শতকরা ৪৫ ভাগ রোগীকে আইসিইউতে নিতে হয়েছে, যারা করোনার টিকা নেননি।
এদিকে ওমিক্রন সংক্রমণ ঠেকাতে না পেরে কিউবেকের স্বাস্থ্য বিভাগের পরিচালক সম্প্রতি পদত্যাগ করেছেন।
প্রদেশের সবচেয়ে বড় শহর মন্ট্রিলের সবগুলো হাসপাতালের করোনা শয্যার প্রায় সবগুলোই এখন পরিপূর্ণ। বেশক’টি হাসপাতাল নন-কোভিড রোগীদের সেবা দেওয়াও কমিয়ে দিচ্ছে।
কানাডার এই প্রদেশে দুই শতাধিক গৃহহীন মানুষও করোনায় আক্রান্ত হয়েছেন, তা শীতের এই ভর মৌসুমে মহামারীর ইঙ্গিত দিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
কিউবেকে গত মঙ্গলবার ৮ হাজার ৭১০ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে, আক্রান্তের হার ছিল ২০ শতাংশ।
কিউবেকের হাসপাতালগুলোতে ২ হাজার ৭৪২ জন রোগী ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ২৪৪ জন এখনও আইসিইউতে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
শুধু কানাডাতেই নয়, গ্রিসে ৬০ বছরের বেশি কেউ টিকা নিয়ে না থাকলে তাকে ১১৩ ডলার জরিমানা করা হচ্ছে। সিঙ্গাপুরে টিকা না নেওয়া কেউ করোনায় আক্রান্ত হলে তার সমস্ত মেডিকেল বিল তাকেই বহন করতে হবে বলে নির্দেশনা জারি করা হয়েছে।
মন্তব্য করুন