- বিনোদন
- 'আমাদের গল্পগুলো মনে পড়ে ইরফান'? প্রয়াত স্বামীকে লিখলেন সুতপা
'আমাদের গল্পগুলো মনে পড়ে ইরফান'? প্রয়াত স্বামীকে লিখলেন সুতপা

বলিউড অভিনেতা ইরফান খান নেই প্রায় দু'বছর হতে চলল। আজকাল বড্ড একাকী সময় কাটে স্ত্রী সুতপা সিকদারের। ইরফানকে হারানোর যন্ত্রণা প্রতি মুহূর্তে তিনি অনুভব করেন। পুরনো ছবি হাতড়ে ইরফানের সঙ্গে কাটানো স্মৃতির কথা মনে করেন প্রায়ই। এবার স্বামী ও ছেলে বাবিলের ছবি পোস্ট করে প্রয়াত ইরফানকে স্মরণ করলেন সুতপা।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে কোনও এক সিনেমার সেটে বাবা-ছেলে কথোপকথনে মগ্ন। ইরফান ও তার ছেলে বাবিল সেই ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। স্মৃতি হাতড়ে পুরনো ছবি পোস্ট করে ইরফান-পত্নী লেখেন, ‘জানিনা ওরা কোন আলোচনায় মগ্ন ছিল। এটা সবসময় একটি জীবন বা মৃত্যুর বিষয়ের মতো মনে হয়। আমাদের গল্পগুলো মনে পড়ে ইরফান? বাবিল তোমায় বড্ড মিস করে। আমাকে তোমার জীবনের দ্বিতীয় প্রিয় মানুষের জায়গায় বসতে দিও বাবিল। অবশ্য জানি, তোমার জীবনে যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা ভরাট করা কঠিন।’
মন্তব্য করুন