শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হলে প্রতিটি সিনেমার প্রচারণা চালাবেন ইলিয়াস কাঞ্চন আগেই কথা দিয়েছিলেন। জয়ী হওয়ার পর সে কথা রাখলেন তিনি।

শুক্রবার সকালে রাজধানীর মধুমিতা সিনেমা হলে সশরীর হাজির থেকে মুক্তি পাওয়া বাপ্পি অপু জুটির শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ এর প্রচারণা করেন ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত এ নায়ক।

সকাল ১১টার শোতে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ হলে বসে টিমের সঙ্গে সিনেমাটি উপভোগ করেন ইলিয়াস কাঞ্চন। পরে জানান, ‘সিনেমাটি তার কাছে ভালো লেগেছে’।

এ সময়  ইলিয়াস কাঞ্চন দর্শকদের হলে গিয়ে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি দেখার জন্য আহ্বান জানান।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চাই না জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া এই ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাক। দর্শক সিনেমা হলে কম আসায় সিনেমা ভালো চলে না। সে জন্য দর্শকদের হলে আসার অনুরোধ জানাই। শিল্পীদের বলবো, আপনারা কাজে আরও বেশি মনোযোগ দিন। পরিচালকরা যেন তাদের দক্ষতা প্রমাণ করে আরও ভালো করে সিনেমা নির্মাণ করেন।’

ইলিয়াস কাঞ্চন বলেন, চলচ্চিত্রের খারাপ অবস্থার জন্য কিছু ভুল কাজ কাজ দায়ী। সেই ভুলটা থেকে শিক্ষা নেয়া উচিত। এসব ভুলের মধ্যে পাইরেসি, অশ্লীলতা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। এসব ভুল যেন আমাদের আর না হয়। মানুষের সিনেমা দেখার জন্য আগ্রহ তৈরি করাতে হবে। সেই আগ্রহ বাড়ানোর জন্যই আজকে প্রথমদিন সকালে উঠেই আমি সিনেমা হলে এসেছি।

ইলিয়াস কাঞ্চনের পাশাপাশি তার শিল্পী সমিতির নির্বাচনী প্যানেলের সদস্য নিপুণ, সাইমন সাদিকরা নিজেদের ফেসবুকেও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর পোস্টার শেয়ার করে দর্শকের হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানান।

শুক্রবার সকালে রাজধানীর মধুমিতা সিনেমা হলে প্রথম শোতে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক দেবাশীষ বিশ্বাস, নায়ক বাপ্পী চৌধুরীসহ অনেকে।

বাপ্পী বলেন, কাঞ্চন ভাইয়ের মতো মানুষ যখন আমার পাশে বসে সিনেমাটা দেখলেন এটা আমার জন্য বড় পাওয়া। তার মতো সব শিল্পী যদি সিনেমাকে প্রমোট করেন তবে হয়তো আমরা আমাদের সিনেমার সেই সোনালী অতীত আবার ফিরে পাবো।