রেজওয়ানা চৌধুরী বন্যা। বরেণ্য কণ্ঠশিল্পী। পহেলা ফাল্কগ্দুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আজ চ্যানেল আইয়ের 'গানে গানে সকাল শুরু' অনুষ্ঠানে গাইবেন তিনি। এ আয়োজন নিয়ে কথা হয় তার সঙ্গে-

পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসের 'গানে গানে সকাল শুরু'র আয়োজনে আজ কোন গানগুলো গাইবেন?
'ফাগুন লেগেছে বনে বনে'সহ কবিগুরুর আরও বেশ কিছু বসন্তের গান গাইব। যেহেতু গানের সঙ্গে নাচের পরিবেশনা থাকছে, তাই আলাদা করে কিছু গান নির্বাচন করেছি। গান আর নাচের পাশাপাশি আহকামউল্লার আবৃত্তি থাকছে আজকের আয়োজনে।

কবিগুরুর অসংখ্য কালজয়ী সৃষ্টি থেকে কোনো অনুষ্ঠানের জন্য গান নির্বাচন করা কঠিন মনে হয় না?
আমার কাছে কঠিন মনে হয় না। কারণ রবিঠাকুরের প্রতিটি গানই এক ধরনের ভালো লাগার পরশ বুলিয়ে যায়। তবে কোনো উপলক্ষ থাকলে নির্দিষ্ট বিষয়ের গান নির্বাচন করি। আজ যেমন বসন্ত আর ভালোবাসার গান গাইব। তাই এই দুটি বিষয়ের গানই নির্বাচন করেছি। প্রকৃতি এখন ফুলে ফুলে ভরে উঠেছে, বাসন্তী হাওয়া বইছে চারদিকে। আজ তাই প্রকৃতির সাজে সুরের সমাবেশ তুলে ধরব।

শতবর্ষ পরেও কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুরের গান মানুষের মনে অনুরণন তুলে যাচ্ছে; এর প্রধান কারণ কী বলে মনে হয়?
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি সৃষ্টিতে আছে বহুমাত্রিকতা। গানের বেলায়ও আমরা দেখি- প্রকৃতি, প্রেম থেকে শুরু করে কবিগুরুর সৃষ্টি বৈচিত্র্যে ভরা। যে জন্য শ্রোতার ভাবনার সঙ্গে তার গানের বাণী দারুণভাবে মিলে যায়। অনুভব জুড়ে মিশে যায় তার সুরের পরশ। এ কারণেই শতবর্ষ পরেও রবীন্দ্রসংগীতের আবেদন এতটুকু ম্লান হয়নি।

গানের নতুন কোনো আয়োজন নিয়ে ভাবছেন?
বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে নতুন কোনো গান রেকর্ড করিনি। আরেকটু সময় নিয়ে গানের নতুন আয়োজন করতে চাই।