গীতিকার তারেক আনন্দের লেখা গান  'বর্ষা চোখের' পর আবার তারা নতুন গান উপহার দিলেন জনপ্রিয় গায়ক ইমরান। 'প্রেম' শিরোনামের এই গানটি ভালোবাসা দিবসে প্রকাশ হলো সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। 

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। সৈকত রেজার পরিচালনা এতে মডেল হয়েছেন আদর আহমেদ ও অনিন্দিতা মিমি। ইমরান বলেন, তারেক আনন্দ ভাইয়ের লেখা বর্ষা চোখ গানটি শ্রোতাদের কাছে ভীষণ পছন্দের। 'প্রেম' গানটিও রোমান্টিক একটি গান। ভালোবাসা দিবসে আমার শ্রোতাদের জন্য স্পেশাল উপহার। আশা করছি এই গানটিও ভালো লাগবে।

গীতিকবি তারেক আনন্দ বলেন, এমএমপি রনির আগ্রহের কারনেই আবার ইমরানের কন্ঠে প্রকাশ হলো আমার লেখা গান। গানটি শ্রোতাদের ভালো লাগবে৷ রনির সুর সংগীতে মুগ্ধ হবেন শ্রোতারা।