ভালোবাসা দিবস উপলক্ষ আজ 'খুব যতনে'শিরোনামে একটি গানের ভিডিও প্রকাশ পেয়েছে। দ্বৈত কণ্ঠের এ গানটি গেয়েছেন ফারহানা রনি ও টি রহমান।

গানটি নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে কণ্ঠশিল্পী ফারহানা  বলেন, ২০০২ সালের দিকে বাংলাদেশের রেডিও ও বিটিভির তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত গান করেছি। সর্বশেষ ২০০৩ সালে জনপ্রিয় গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের কথা ও সুরে মৌলিক গানের অ্যালবাম করা হয়েছিল।  এত বছর পর নতুন গান নিয়ে আবার সবার সামনে হাজির হচ্ছি।

কণ্ঠশিল্পী টি রহমান বলেন,‘ফারহানা রনির সাথে গান করতে পেরে অনেক ভালো লাগছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

গানটি লিখেছেন আশিক মাহমুদ। সুর সংগীতও তার।   মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর শেহজাদ।