অভিনেত্রী শবনম ফারিয়া প্রেমে পড়েছেন। ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমার টিজার প্রকাশের মতো তার প্রেমের টিজারও প্রকাশ করেছেন। প্রেমিকের সঙ্গেএকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করলেন।  তবে চেহারার পুরোটা বুঝতে দিলেন না। 

ভালোবাসা দিবসে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি শর্ট ভিডিও পোস্ট করেছেন ফারিয়া। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রসৈকতে পা ভিজিয়ে এক যুবকের কোমরে হাত রেখেছেন ফারিয়া।  যুবকটিও শবনম ফারিয়াকে কোমরে ধরে কাছে টেনে নিয়েছেন। সমুদ্রের মুখোমুখি দাঁড়িয়ে এভাবে দুজন দুজনের দিকে ভালোবাসার দৃষ্টি বিনিময় করছেন। 

ছবির দু'জনের একজন শবনম ফারিয়া সেটা স্পষ্ট।  সমুদ্রতীরে অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে আছেন তারা।  ফারিয়া এই শর্ট ভিডিও ক্যাপশনে লিখেছেন  ‘ভালোবাসা দিবসের শুভেচ্ছা সবাইকে। সেখানেই যাও যেখানে তোমার আত্মার খোরাক পাবে। ’ 

ভিডিওর এক কোণে আরো লিখেছেন, ‘এখন ভালোবাসার মৌসুম, তোমরাও নিজের ভালোবাসা প্রকাশ করো। ’ বিষয়টি জানতে শবনম ফারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হেসে উড়িয়ে দেন বিষয়টি। রহস্য ভাঙতে নারাজ তিনি। 

এর আগে দীর্ঘদিন প্রেমের পর  হারুনুর রশীদ অপুর সঙ্গে বিয়ে হয় ফারিয়ার। গত বছর নভেম্বরে বিচ্ছেদ ঘটে তাদের।