- বিনোদন
- হৃতিকের 'প্রেমিকা'র প্রশংসায় পঞ্চমুখ সাবেক স্ত্রী সুজান
হৃতিকের 'প্রেমিকা'র প্রশংসায় পঞ্চমুখ সাবেক স্ত্রী সুজান

বলিউড তারকা হৃতিক রোশনের সঙ্গে সুজান খানের বিচ্ছেদ হয়েছে অনেক আগেই। বিচ্ছেদের পরও সাবেক এই জুটির মধ্যে সব সময়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা গেছে। দুজনের মধ্যে সম্পর্ক না থাকলেও সন্তানদের ব্যাপারে দুজনেই বেশ যত্নশীল।
কিছুদিন ধরেই হৃতিক রোশনের সঙ্গে অভিনেত্রী সাবা আজাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মধ্যে ভারতীয় অনেক গণমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে খবরও ছাপা হয়েছে। এবার হৃতিকের সেই ' প্রেমিকা'র প্রশংসা করলেন তার সাবেক স্ত্রী সুজান খান।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হযেছে, মুম্বাইয়ের জুহুতে ভ্যালেন্টাইন্স স্পেশাল একটি কনসার্টে অংশ নিয়েছিলেন সাবা। সেখানে উপস্থিত থাকা সুজান খান সাবার প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে নিজের ইনস্টাগ্রামে সাবাকে উদ্দেশ করে তিনি লেখেন, 'কী সুন্দর এক সন্ধ্যা। তুমি ভীষণ গুণী সাবা।’
এর আগে বলিউড অভিনেতা নাসির উদ্দীন শাহের ছেলে ইমাদের সঙ্গে সাত বছর সম্পর্কে ছিলেন সাবা। ২০২০ সালে তাদের সম্পর্ক ভেঙ্গে যায়। তবে হৃতিকের সঙ্গে সাবা প্রেম করছেন কিনা এ ব্যাপারে এখন পর্যন্ত দুজনের কেউই মুখ খোলেননি।
সাবা একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। ২০০৮ সালে ‘দিল কবাডি’ ছবি দিয়ে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ২০১১ সালে তিনি অভিনয় করেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ ছবিতে। ২০২১ সালে অভিনয় করেছেন ‘ফিলস লাইক ইশক’ ছবিতে। বর্তমানে তিনি ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
মন্তব্য করুন