- বিনোদন
- ‘তোমাকে ভালোবেসে যে আনন্দ পেয়েছি, তার জন্য ধন্যবাদ’
‘তোমাকে ভালোবেসে যে আনন্দ পেয়েছি, তার জন্য ধন্যবাদ’

পরীমণি ও শরিফুল রাজ
ভালোলাগা আর ভালোবাসার প্রবৃত্তি মানুষের সহজাত। কিন্তু সহজাত এই প্রবৃত্তি প্রকাশ করায় জীবনও দিতে হয়েছে অনেককে। তাই জন্মসূত্রে পাওয়া ভালোবাসা নামের সেই অব্যক্ত অনুভূতি প্রকাশ করতে গিয়ে যাদের জীবন দিতে হয়েছে তাদের মহিমান্বিত করতেই প্রতি বছরের নিদিষ্ট একটি দিনে পালন করা হয় 'ভ্যালেন্টাইন ডে' বা ভালোবাসা দিবস।
গতকাল বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হলো দিবসটি। এই দিবসের দিন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি তার ভালোবাসার মানুষটিকে নিয়ে কিছু ছবি শেয়ার করেন তার দর্শকদের জন্য। যে ছবিতে ফুটে উঠেছে পরী ও তার ভালোবাসার মানুষ রাজের ভালোবাসার মানচিত্র।
তার একদিনই পরই ভালোবাসার মানুষকে নিয়ে দারুণ অনুভূতি শেয়ার করলেন পরী। মঙ্গলবার বর শরিফুল রাজের সঙ্গে তোলা কয়েকটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে লি ‘তোমাকে ভালোবেসে যে আনন্দ পেয়েছি, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমি ভাগ্যবান যে তোমাকে আমার চিরজীবনের বন্ধু, প্রিয়তমা ও সহযাত্রী হিসেবে পেয়েছি। সবসময় আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা, হাসানোর জন্য এবং একজন ভালো মানুষ হওয়ার চ্যালেঞ্জ দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’
গত বছরের ১৭ অক্টোবর অনেকটা গোপনেই বিয়ে করে ফেলেন পরীমণি ও রাজ। আর নতুন বছরের ২২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে সেজেগুজে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ইতোপূর্বে অন্তঃসত্ত্বা হওয়ার খবরও জানিয়েছেন এ দম্পতি। গত ১০ জানুয়ারি পরীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর মাধ্যমেই সম্পর্ক ও বিয়ের কথা প্রকাশ্যে আনেন তারা।
মা হওয়ার খবর জানানোর পর থেকেই অনেক সতর্ক জীবন যাপন করছেন পরীমনি। চিকিৎসকের পরামর্শমতো চলছেন। ছায়ার মতো তাকে সঙ্গ দিচ্ছেন রাজ। পরীমনি বলেন, ‘রাজের ভালোবাসার ঋণ শোধ করা কঠিন। সব সময়ই আমাকে ছায়া দিয়ে রেখেছে সে। অনেক কেয়ার করে।
মন্তব্য করুন