‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন অভিনেতা সিয়াম আহমেদ। ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয়ের জন্য  তিনি এ পুরস্কার পাচ্ছেন। পুরস্কার ঘোষণার পর সমকালের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি। 

শ্রেষ্ট অভিনেতার পুরস্কার পাচ্ছেন, কেমন লাগছে?

কাজের স্বীকৃতি, অবশ্যই ভালো লাগার। আর সেটা যদি হয় সেরা অভিনেতার তাহলে কোনো কথাই নেই। আসলে এই সম্মান কিন্তু আমার একার না। এটা পুরো টিমের সম্মান। তবে এটা আসলে আমার যতটা স্বপ্ন ছিলো তার চেয়ে বেশি। পরিবারের অনেক বেশি স্বপ্ন ছিলো। তারা ভাবত, অন্য অনেক অপশন ছেড়ে ছেলে চলচ্চিত্রে গেছে, অবশ্যই এমন কিছু করবে যা সবার জন্য গর্বের হবে। তাই পরিবারকে খুশি করতে পেরেছি, এটা আমার জন্যও অনেক গর্বের মনে হচ্ছে। 

মাত্র পাঁচ বছরের ক্যারিয়ারে জাতীয় পুরস্কার পাচ্ছেন, কীভাবে দেখছেন বিষয়টি?

আল্লাহ সব কিছুর জন্যই হয়তো সময় নির্ধারণ করে রেখেছেন। আমাদের অনেক সময় মনে হয়, এটা হলো- ওটা হলো না। এমন ভাবা আসলে ঠিক না। হয়তো নির্ধারিত টাইমের আগে সেটা হলে ভালোর চেয়ে ক্ষতিই বেশি হতো। তাই আল্লাহ সঠিক সময়ই সঠিক জিনিস দেন।

আপনার এই পুরস্কার পাওয়ার খবরে সবচেয়ে বেশি খুশি কে?

এই খবরে সবচেয়ে বেশি খুশি আমার বাবা আর আমার স্ত্রী অবন্তী।  

খবরটি জানার পর কার কথা বেশি মনে হয়েছে?

আমাদের টিমের একজন মেম্বারের কথা খুবই মনে পড়ছে। আনন্দের খবর হচ্ছে, উনিও এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি আমাদের মধ্যে আর বেঁচে নেই। তিনি আমাদের কোরিওগ্রাফার সুমন ভাই। টিমের সবাই থাকলেও শুধু এই মানুষটি নেই। তারও স্বপ্ন ছিল এই কাজের মাধ্যমে একদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন। তখন তাকে বলেছিলাম, অবশ্যই। সেটা তিনি পেলেন। কিন্তু দেখে যেতে পারলেন না।

তবে ভালো লাগছে এই ভেবে যে, তিনি চলে গেলেও পরিবারকে গর্ব করার মতো একটা সম্মাননা এনে দিয়ে গেলেন। তাই নিজের পুরস্কার প্রাপ্তির খবরের চেয়ে সুমনের পুরস্কারপ্রাপ্তির খবরে আমি বেশি খুশি।  

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া মানেই তো প্রত্যাশা বেড়ে যাওয়া। ক্যারিয়ারে সেটি কি চাপ তৈরি করবে?

আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে এই পুরস্কার। কোনো চাপ তৈরি করবে বলে আমি মনে করছি না।